নয়াদিল্লি: যত দিন যাচ্ছে তত যেন ভারতে (India) থাবা বসাচ্ছে কোভিড সংক্রমণ (Covid)। দেশে আবার ঊর্ধ্বগামী দৈনিক কোভিড সংক্রমণ। গতকালের থেকেও অনেকটা বেশি। বৃহস্পতিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী ভারতে নতুন করে কোভিড আক্রান্ত ২০ হাজার ১৩৯ জন। 


 







দেশের কোভিড গ্রাফ:



  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন।

  • তার আগের দিন  কোভিডের দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৯০৬।

  • যদিও বুলেটিনে দেখাচ্ছে গতকালের থেকে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা।

  • এখন পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৫৫৭ জনের।

  • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৯৮৯।

  • ভারতে বেড়েছে অ্যাক্টিভ কেসের (Actove Case) সংখ্যাও। এখন দেশে কোভিডের অ্য়াক্টিভ কেস ১ লক্ষ ৩৬ হাজার ৭৬ জন।







 


আরও পড়ুন:  এটিএমে টাকা তোলা থেকে চেকবুক ফি, কোন পরিষেবায় কত টাকা নেয় SBI ?