নয়া দিল্লি : দেশে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ (Covid-19 Infection)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৮০৫ জন। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যাটা ছিল ২২ জন।
একনজরে করোনা-পরিসংখ্যান-
- এই মুহূর্তে দেশে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৩৫ জন। মোট সংক্রমণের ০.০৫ শতাংশ।
- গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৭৯ জন। এনিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৪,২৫,৫৭,৪৯৫।
- গত ২৪ ঘণ্টায় ৩,৬০,৬১৩টি করোনা পরীক্ষা হয়েছে। এনিয়ে দেশে করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪.০৬ কোটি।
নতুন গবেষণা (New Research)-
কীভাবে ছড়ায় কোভিড সংক্রমণ? বিশ্বে সংক্রমণ ধরা পড়ার গোড়ার সময় থেকেই বারবার এই নিয়ে গবেষণা হয়েছে। বিভিন্ন কারণ উঠে এসেছে। তার মধ্যে একটি কারণ ছিল কোভিড ভাইরাসের বায়ুবাহিত হওয়া। ফের একবার ওই আশঙ্কার দিকেই দিক নির্দেশ করল নতুন একটি গবেষণা। হায়দ্রাবাদ এবং মোহালির হাসপাতালগুলিতে সঙ্গে হায়দ্রাবাদের CSIR-CCM এবং চন্ডীগড়ের CSIR-IMTech-এর একদল বিজ্ঞানীর দীর্ঘ যৌথ গবেষণায় সার্স কোভি়ডের (SARS-CoV-2) এর বায়ুবাহিত সংক্রমণ নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। জার্নাল অফ অ্যারোসল সায়েন্সে (Journal of Aerosol Science) প্রকাশিত হয়েছে গবেষণাটি।
WHO-র রিপোর্ট ঘিরে সংঘাত
এদিকে করোনায় ভারতে সর্বাধিক মৃত্যু ঘটেছে বলে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করেছে হু। তাতে বলা হয়েছে, ২০২০-র জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে ৪৭ লক্ষ করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা সরকার প্রদত্ত পরিসংখ্যানের চেয়ে দশ গুণ বেশি, এবং গোটা বিশ্বে করোনায় যত মানুষ মারা গিয়েছেন, তার এক তৃতীয়াংশ। হু জানিয়েছে, করোনার প্রকোপে গোটা বিশ্বে ১ কোটি ৫০ লক্ষ মানুষ মারা গিয়েছেন।হু-র রিপোর্ট ত্রুটিপূর্ণ, অবৈজ্ঞানিক বলেও দাবি করেছে কেন্দ্র।