নয়াদিল্লি: ক্যান্সারের চিকিত্সায় (Cancer Treatment ) নতুন মোড়। ইতিহাসে প্রথমবার এক ওষুধেই নির্মূল হবে ক্যান্সারের মতো মারণ ব্যাধি। ক্যান্সারের চিকিত্সায় যাকে কার্যত নতুন মোড় বলে দাবি করেছেন মার্কিন গবেষকরা। মলদ্বারে ক্যান্সার এমন ১৮ জন রোগীর ওপর পরীক্ষা করার পরই এই সিদ্ধান্ত, দাবি নিউ ইয়র্কের স্লোয়ান কেটেরিং ক্যান্সার সেন্টারের চিকিত্সকদের।


বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্যান্সার নিরাময়কারী এই ওষুধের নাম ডস্টারলিম্যাব। ১৮ জন রেক্টাল ক্যান্সারের রোগীকে ৩ সপ্তাহ অন্তর ৬ মাস ধরে এই ওষুধ দেওয়া হয়েছিল। তাঁরা ক্যান্সার-মুক্ত হয়েছেন বলে দাবি চিকিত্সকদের। ভবিষ্যতে বৃহত্তর ট্রায়ালে এই ওষুধ কতটা কার্যকরী হয়, তার দিকেই নজর বিশেষজ্ঞদের।


আরও পড়ুন: India Corona Update: দেশে একলাফে ৪১% বাড়ল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা


কাঁটাছেড়া ছাড়া ক্যানসার রুখতে অতি বিরল অস্ত্রোপচার:  সম্প্রতি স্রেফ এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তর স্তনের অংশ বাদ দিয়ে পুনর্গঠনে খবর প্রকাশ্যে আসে। কাঁটাছেড়া ছাড়াই ক্যানসার রুখতে অতি বিরল অস্ত্রোপচারের নজির গড়ে SSKM-র সার্জারি বিভাগ। অস্ত্রোপচারের পর এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ, জানিয়েছেন রোগিনী।


স্তন সম্পূর্ণ বাদ না দিয়েও ক্যানসার রুখতে অতি বিরল অস্ত্রোপচারে নজির গড়ল শহরের SSKM-র (SSKM Hospital) সার্জারি বিভাগ। চিকিৎসার পরিভাষায় যাকে বলে, এন্ডোস্কোপিক ব্রেস্ট সার্জারি উইথ প্রাইমারি রিকন্সট্রাকশন (Edoscopy Brest Surgery With Primery Reconstruction)। 


ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা এখন আর নতুন নয়। কিন্তু সার্জারির সিদ্ধান্ত নিতে অনেকেই দেরি করে ফেলেন। কেউ কেউ আবার চিকিৎসার বিকল্প পথও খোঁজেন। যার ফলে বিপদ বাড়ে।  


চিকিত্সকরা বলছেন, এই পদ্ধতিতে বড় কোনও কাটাছেঁড়ার বালাই নেই। ক্যানসার আক্রান্তর স্তনের অংশ বাদ দিয়ে পুনর্গঠন করা হয় এন্ডোস্কোপি পদ্ধতিতে। হাওড়ার সালকিয়ার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের এই মহিলার শরীরে বাসা বেঁধেছিল কর্কট রোগ।