কলকাতা: সরকারি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া অনলাইন পরিষেবা পাওয়ার পথ মসৃণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আধার কার্ড।
বেশিরভাগ পরিষেবার প্রক্রিয়া আগে অত্যন্ত জটিল ছিল। কিন্তু, এখন আধার কার্ড ও নথিভুক্ত ফোনে আসা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি)-র দৌলতে অত্যন্ত সহজেই এই পরিষেবা প্রাপ্ত করা সম্ভবপর হয়েছে।
কিন্তু, কখনও ভেবে দেখেছেন, এই অতি-গুরুত্বপূর্ণ হয়ে ওঠা আধার কার্ড খোয়া গেলে, বা আপনি যদি আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর ভুলে যান তাহলে কী হবে?
চিন্তা নেই। সবকিছুর মুশকিল আসান। অনলাইনেই আপনি আপনার আধার কার্ডের এনরোলমেন্ট নম্বর পেতে পারেন। আধার আপনাকে সেই সুবিধাও দিয়েছ। অত্যন্ত সহজেই আপনি আপনার নথিভুক্ত মোবাইলের মাধ্য়মে অনলাইন আধার পেতে পারেন। তাও একেবারে কোনও ঝামেলা ছাড়াই এবং সর্বোপরি নিখরচায়।
দেখে নেওয়া যাক ঠিক কীভাবে আপনি অনলাইনে আপনার আধার নম্বর পাবেন--
যদি কখনও আপনি আপনার আধার কার্ড হারিয়ে ফেলেন, বা আপনি যদি আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর ভুলে যান তাহলে আপনি এম-আধার অ্যাপের মাধ্যমে অথবা আধার সংস্থার ওয়েবসাইটে গিয়ে নিচের ধাপ অনুসরণ করে আধার নম্বর পেয়ে যাবেন।
১. প্রথমে uidai.gov.in ওয়েবসাইটে যান।
২. হোম পেজে মাই আধার ট্যাবে যান। সেখানে আধার পরিষেবার অধীনে কার্ড হারিয়ে গেছে লিঙ্কে ক্লিক করুন।
৩. নিজের পুরো নাম, নথিভুক্ত মোবাইল নম্বর বা ইমেল তথ্য নির্দিষ্ট জায়গায় দিন।
৪. ক্যাপচা ভেরিফাই করুন। এরপর সেন্ড ওটিপি বটনে ক্লিক করুন।
৫. আপনার নথিভুক্ত মোবাইলে ৬-সংখ্যার ওটিপি আসবে।
৬. এসএমএস-এর মাধ্য়মে আপনি আপনার মোবাইলে ইউআইডি রিক্যোয়েস্ট পাবেন। তা ব্যবহার করে আপনি ই-আধার ডাউনলোড করতে পারবেন।
যদি আপনার কাছে নথিভুক্ত মোবাইল নম্বর না থাকে, তাহলে প্রথমে, সেটা আপডেট করতে হবে। অর্থাৎ, আধারের সঙ্গে মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে। তারপর আপনি বাকি পরিষেবা পেতে পারেন।
মোবাইল নম্বর নথিভুক্ত করার জন্য প্রথমে আপনাকে নিকটতম আধার কেন্দ্রে গিয়ে নিজের বায়োমেট্রিক বিবরণ দিয়ে মোবাইল নথিভুক্ত করতে হবে। এরজন্য, ৫০ টাকা খরচ হবে।