নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে  লালকেল্লা থেকে ভাষণে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী। বললেন, স্বাধীনতার অমৃত মহোৎসব দেশে নতুন উদ্দীপনার সঞ্চার করবে বলে আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।


৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে অষ্টমবার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী। 


করোনা আবহে দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এদিন করোনা অতিমারী মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল কর্মী, সাফাই কর্মীরা করোনার মোকাবিলায় দিনরাত পরিশ্রম করে তাঁদের কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়েছেন। বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির জন্য নিরলস প্রয়াস চালিয়েছেন। এছাড়াও আরও কোটি কোটি নাগরিক সেবার মনোভাব নিয়ে যে কাজ করেছেন, তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়।


করোনা মোকাবিলায় দেশের লডাইয়ের কথা উঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। তিনি বলেন, ভারতীয়রা করোনার বিরুদ্ধে লড়াইয়ে অসীম ধৈর্য্যের পরিচয় দিয়েছেন। আমাদের  সামনে বহু চ্যালেঞ্জ ছিল। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আমরা খুব ভালো কাজ করেছি। আমাদের শিল্পপতি ও বিজ্ঞানীদের ক্ষমতার ফলশ্রুতিতে ভারতকে আজ ভ্যাকসিনের জন্য অন্য কোনও দেশের ওপর নির্ভর করতে হয় না। তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে বিশ্বে সর্ববৃহৎ টিকাকরণ অভিযান চলছে ভারতে। ৫৪ কোটির বেশি মানুষ এখনও পর্যন্ত করোনা টিকার ডোজ পেয়েছেন।


লালকেল্লার অনুষ্ঠানে উপস্থিত নীরজ চোপড়া, মীরাবাই চানু-সহ দেশের ৩২ জন অলিম্পিক্স পদকজয়ী।  বললেন, টোকিও অলিম্পিক্সে যাঁরা আমাদের গর্বিত করেছেন, তাঁরা এখানে রয়েছেন। তাঁদের সাফল্যকে কুর্নিশ জানাতে আমি দেশবাসীকে আর্জি জানাচ্ছি। তাঁর আমাদের শুধু হৃদয়ই জেতেননি, ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।


এর আগে, এদিন সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লেখেন, সবাইকে ৭৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার অমৃত মহোৎসব দেশবাসীকে নতুন শক্তি দিক। নতুন চেতনার জন্ম হোক। জয় হিন্দ।