নয়াদিল্লি: ওমিক্রন-উদ্বেগের (Omicron) মাঝেই দেশে করোনায় (Corona) লাফিয়ে বাড়ল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের।  তকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৯৩।  


মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮ হাজার ৮৮৬ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ৫৯২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দেশের ২১টি রাজ্যে মিলেছে ওমিক্রন আক্রান্তের হদিশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৮১। দিল্লিতে সবথেকে বেশি ২৪৮ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬৭।





 


 


একদিকে ওমিক্রন (Omicron) আতঙ্ক, অন্যদিকে উৎসবের মরসুমে কোভিড নিয়মনীতিকে (Covid Regulations) তোয়াক্কা না করা। দুইয়ে মিলে উদ্বেগে আবহ। সিঁদুরে মেঘ দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তার ওপর চিন্তার ভাঁজ যেন কিছুটা বাড়ল। সোমবারের থেকে একলাফে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে রাজ্যের দৈনিক করোনা (Corona) সংক্রমণ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের (২৮ ডিসেম্বর) প্রকাশিত বুলেটিন অনুযায়ী,  ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৭ জনের। প্রসঙ্গত,  সোমবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। মৃত্যু হয়েছিল ১০ জনের।


আমেরিকা থেকে ইউরোপ। বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জন। করোনা আক্রান্ত পাঁচশোরও বেশি শিশু হাসপাতালে ভর্তি। এর পাশাপাশি, ব্রিটেনে উদ্বেগজনক হারে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ফ্রান্সেও করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ১ লক্ষ ৮০ হাজার। সংক্রমণের হারে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ডেনমার্ক। সে দেশে প্রতি ১০ হাজার জনে ১ হাজার ৬১২ জন করোনা আক্রান্ত। এর মধ্যে আমেরিকায় দৈনিক সংক্রমণ সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত ৫ লক্ষ ১২ হাজার ৫৫৩ জন। 
পাশাপাশি, ওমিক্রন-উদ্বেগের কারণে গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে আড়াই হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে।


আরও পড়ুন: PM Modi Meeting: ওমিক্রন-উদ্বেগের মধ্যেই আজ বিকেলে মন্ত্রী পরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর