নয়াদিল্লি: দেশে ক্রমশ চোখ রাঙাচ্ছে কোভিড পরিস্থিতি। মাসখানেক আগেও যা ছবি ছিল তার থেকে অনেকটাই বেশি উদ্বেগ তৈরি করছে এখনকার কোভিড পরিস্থিতি। আগের দিনের চেয়ে সামান্য কিছুটা কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু সংক্রমণ-গ্রাফের কারণেই রয়ে গিয়েছে চিন্তা। টানা নতুন সংক্রমণের জন্য শুক্রবারের বুলেটিন অনুযায়ী দেশে অ্যাক্টিভ কেস পেরিয়ে গিয়েছে এক লক্ষ।
কোথায় দাঁড়িয়ে দেশের কোভিড-গ্রাফ:
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৮১৯।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৯।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১৩৯ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৪ লক্ষ ৬৯ হাজার ২৩৪।
- দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৭ হাজার পেরিয়ে গেল।
- শুক্রবারের বুলেটিন অনুযায়ী ভারতে দৈনিক কোভিড পজিটিভিটি রেট ৩.৪০ শতাংশ।
- কোভিড সংক্রমণ মুক্ত হওয়ার হার ৯৮.৫৫ শতাংশ।
কোভিড ঠেকাতে পাল্লা দিয়ে চলছে টিকাকরণও। নাবালকদের টিকা চলছে। পাশাপাশি সাবালকদের জন্য বুস্টার ডোজও চলছে।
টিকায় ছাড় ডিসিজিআইয়ের
উল্লেখ্য, ৭-১১ বছর বয়সিদের জন্য সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভোভ্যাক্সের নিয়ন্ত্রিত আপৎকালীন প্রয়োগে মঙ্গলবারই ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। একই সঙ্গে আঠারো ঊর্ধ্বদের ক্ষেত্রে ভারতে তৈরি প্রথম এমআরএনএ টিকার নিয়ন্ত্রিত আপৎকালীন ব্যবহারেও ছাড়পত্র দেওয়া হয়।
আরও পড়ুন: পেট্রোল-ডিজেলে বাড়ল রফতানি শুল্ক, দেশের বাজারে কী প্রভাব?