Share Market Update: আশা দেখালেও কমছে না আশঙ্কা। সোমবার সবুজে বন্ধ হলেও বাজার নিয়ে এখনই বড় আশা দেখছে না বিশেষজ্ঞরা। অর্থবর্ষ শেষের সপ্তাহে বড় ধসের আশঙ্কা করছে বিনিয়োগকারীরা।
Stock Market Closing: আজ কেমন ছিল বাজার ?
সপ্তাহের প্রথম দিনে আজ ভারতীয় শেয়ারবাজার সবুজে বন্ধ হয়েছে। যদিও বাজার তার সর্বোচ্চ পয়েন্টের নিচে দৌড় থামিয়েছে। আজকের লেনদেনে মিডক্যাপ শেয়ারে প্রফিট বুকিং দেখা গেছে। দিনের শেষে BSE সেনসেক্স 127 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 57,653 পয়েন্টে বন্ধ হয়েছে। সেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 40 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 16,985 পয়েন্টে থেমেছে।
Share Market Update: আজ কোন খাতের কী অবস্থা ছিল ?
এদিনের লেনদেনে ফার্মা, এফএমসিজি, ব্যাঙ্ক, আইটি, হেলথ কেয়ার সেক্টরের শেয়ারে দরপতন হয়েছে। একই সঙ্গে উপভোক্তা, জ্বালানি, অটো ও তেল ও গ্যাস খাতের শেয়ারে পতন হয়েছে। স্মলক্যাপ ও মিড ক্যাপ স্টকে বড় পতন হয়েছে। 50টি নিফটি স্টকের মধ্যে 28টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে। সেখানে 22টি লোকসানের সঙ্গে দৌড় থামিয়েছে। সেনসেক্সের 16টি স্টক ওপরে বন্ধ হয়েছে। সেখানে 14টিতে পতন দেখা গেছে।
Stock Market Closing: কোন স্টকের কী অবস্থা ?
আজ বাজারে রিলায়েন্সের শেয়ার 1.54 শতাংশ, সান ফার্মা 1.15 শতাংশ, মারুতি সুজুকি 0.96 শতাংশ, এসবিআই 0.87 শতাংশ, কোটাক মহিন্দ্রা 0.80 শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 0.71 শতাংশ, ইনফোসিস 0.71 শতাংশ, 1.10 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে। এদিনের বাণিজ্যে পাওয়ার গ্রিড 1.10%, Mahindra & Mahindra 0.93%, Tata Motors 0.90%, NTPC 0.87%, Bajaj Finance 0.81%, লারসেন 0.44 শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে।
Share Market Update: আজ বিনিয়োগকারীদের ক্ষতি
ভারতীয় স্টক মার্কেট ওপরে গেলেও আজ স্মল ক্যাপ ও মিড ক্যাপ স্টকে পতনের কারণে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছেন। বিএসই-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ হয়েছে 253.51 লক্ষ কোটি টাকা, যেখানে শুক্রবার এটি ছিল 254.53 লক্ষ কোটি টাকা৷ আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীরা 1.02 লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
গত সপ্তাহে মার্কিন মুলুকে একের পর এক ব্যাঙ্ক বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ভারতে। যার জেরে সপ্তাহের শেষ ট্রেডিং ডেতে পতনের সঙ্গে বন্ধ হয়েছে ভারতীয় শেয়ারবাজার। যদিও বিশ্বের অন্য় বড় অর্থনীতির তুলনায় ভারত অনেকটাই সুরক্ষিত মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : New Rules From 1st April: এপ্রিল থেকে বদলে যাবে এই ১০ আর্থিক নিয়ম, টান পড়বে পকেটে