Share Market Update: চিন্তা কমছে না মার্কিন বাজারে । নতুন করে ফেড রেট বা মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের রেপো রেট নিয়ে চিন্তিত আমেরিকা। সেখানে ভারতের বাজারে নেই দুশ্চিন্তার কালো মেঘ। চলতি সপ্তাহে টানা তিনদিন সবুজে বন্ধ হল নিফটি-সেনসেক্স।
Stock Market Closing: আজ কী অবস্থা ছিল বাজারের ?
চলতি সপ্তাহে টানা তৃতীয় দিনে ওপরে বন্ধ হয়েছে ভারতীয় শেয়ারবাজার। বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্টের কারণে কারণে BSE সেনসেক্স 235 পয়েন্ট বেড়ে 60,392 পয়েন্টে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 90 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 17,812 পয়েন্টে বন্ধ হয়েছে।করোনার কেস বেড়ে যাওয়ায় ফার্মা সেক্টরের শেয়ারে আরও গতি দেখা গেছে।
Share Market Update: আজ কোন খাতের কী অবস্থা ?
আজকের ট্রেডিং সেশনে, ব্যাঙ্কিং, অটো, আইটি, ফার্মা, ধাতু, তেল ও গ্যাস, স্বাস্থ্যসেবা, ভোক্তা টেকসই খাতের শেয়ারে কেনাকাটা দেখা গেছে এবং শক্তি, এফএমসিজি শেয়ারের পতন দেখা গেছে। মিডক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টরের শেয়ারের উত্থান আজও দেখা গেছে। 50টি নিফটি স্টকের মধ্যে 33টি লাভের সাথে এবং 17টি লোকসানের সাথে বন্ধ হয়েছে। যেখানে, 30টি সেনসেক্স স্টকের মধ্যে, 17টি লাভের সাথে বন্ধ হয়েছে ও 13টি লোকসানের মুখ দেখেছে।
Stock Market Closing: বিনিয়োগকারীদের সম্পদ কতটা বেড়েছে ?
আজকের ট্রেডিং সেশনেও বিনিয়োগকারীদের সম্পদে বৃদ্ধি দেখা গেছে। BSE-তে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন বেড়েছে 265.66 লক্ষ কোটি টাকা, যা মঙ্গলবার ছিল 264.52 লক্ষ কোটি টাকা। আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের সম্পদে 1.14 লক্ষ কোটি টাকার লাফ দেখা গেছে।
Adani Group Stocks: আদানি নিয়ে হিন্ডেনবার্গের নেতিবাচক রিপোর্টের পরও ইতিবাচক ভূমিকা নিল LIC। জানুয়ারিতে আদানি গোষ্ঠীর চার স্টকে অংশীদারিত্ব বাড়াল রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি। যা দেখে হতবাক হয়েছে খোদ LIC-র পলিসি হোল্ডাররা।
LIC-Adani Update: হিন্ডেনবার্গ রিপোর্টকে পাত্তা দিল না LIC
২০২৩-এর ২৪ জানুয়ারি প্রকাশিত হয়েছিল হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট। যাতে আদানি গোষ্ঠীর বিষয়ে নেতিবাচক কথা বলেছিল এই শর্ট সেলিং সংস্থা। পরবর্তীকালে এই রিপোর্টের প্রভাবে তলানিতে চলে যায় আদানি গোষ্ঠীর অনেক শেয়ার। এই ঘটনার পরই সমালোচনার মুখে পড়ে LIC। বিরোধীরা বলতে থাকেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় আদানি গোষ্ঠীর স্টক থেকে বেরিয়ে আসেছে না এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। একধাপ এগিয়ে এবার দেশের বৃহত্তম সরকারি বিমা কোম্পানি আদানি এন্টারপ্রাইজ সহ চারটি কোম্পানিতে তার অংশীদারিত্ব বাড়িয়েছে।
আরও পড়ুন : ChatGPT Update: চ্যাটজিপিটি-র স্রষ্টা দেবে ১৬ লক্ষ টাকা, আপনাকে করতে হবে এই কাজ