রাঁচি: করোনায় বিপর্যস্ত দেশ ৷ আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে ৷ পরিস্থিতি এমন যে হাসপাতালে অনেক রোগীরা ভর্তি হতেই পারছেন না ৷ কারণ বেড খালি নেই ৷ অক্সিজেনের অভাব দেখা দিয়েছে অনেক হাসপাতালেই ৷ অতিমারীতে ফের গতবছরের ভয়াবহ ছবিটা ফিরে এসেছে এ দেশে ৷ অনেক জায়গাতেই করোনা রোগীর পরিবার সাহায্য চেয়েও পাচ্ছেন না ৷ করোনার ভয়ে যখন সাহায্যের হাত বাড়াচ্ছেন না আপনজনেরাই ৷ তখন বাইরের কারোর থেকে সাহায্য পাওয়ার আশা কেউ করবেনই বা কী করে ৷ কিন্তু এখানেই ব্যতিক্রম ঝাড়খণ্ডের রাঁচির এক অটো চালক ৷ যখন যে সাহায্য চাইছেন, তিনি হাসিমুখে তা করছেন ৷ কেউ হাসপাতালে যেতে চাইলে তাঁকে বিনামূল্যেই পৌঁছে দিচ্ছেন নিজের অটো করে ৷





রাঁচির এই অটো চালকের নাম রবি ৷ তিনি জানিয়েছেন, গত ১৫ এপ্রিল থেকে তিনি এই কাজ করে আসছেন ৷ কারণ ওই দিন হাসপাতালে একজন মহিলা যাত্রীকে অন্য কোনও ড্রাইভারই নিয়ে যেতে চাননি ৷ সেইসময় এগিয়ে আসেন এই রবিই ৷ তারপর থেকে কোনও টাকা ছাড়াই যাত্রীদের হাসপাতালে পোঁছে দিচ্ছেন তিনি ৷ এই কঠিন সময়ে তাঁর এই কাজ সকলের প্রশংসা কুড়িয়েছে ৷


ভারতে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর ৷ মৃত্যু হয়েছে ২,২৬৩ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৯৩,২৭৯ জন ৷ এখনও পর্যন্ত দেশে ১৩,৫৪,৭৮,৪২০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷