চণ্ডীগড়: এবার আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে তাঁর গাড়িতে হামলার অভিযোগ তুললেন  বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশ থেকে পঞ্জাবে প্রবেশের পর কিরতপুর সাহিবের কাছে বুঙ্গা সাহিবে তাঁর গাড়ি আন্দোলনকারীরা ঘিরে ফেলেন বলে অভিযোগ। এই ঘটনার জেরে চণ্ডীগড়-উনা হাইওয়েতে যানজট দেখা যায়। আন্দোলনকারীরা কৃষক ও মহিলাদের কাছে কঙ্গনার ক্ষমা চাওয়ার দাবি জানাতে থাকেন। আন্দোলনকারীদের দাবি, কঙ্গনা তাঁদের মহিলাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা চাইলে তাঁকে যেতে দেওয়া হবে। ঘটনাস্থলে  প্রচুর সংখ্যায় কৃষক আন্দোলনকারীকে দেখা যায়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়। 


মানালি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন কঙ্গনা


রোপড়ের কাছে বুঙ্গা সাহিবে কঙ্গনার গাড়ি থামানো হয়। কঙ্গনা চণ্ডীগড় থেকেই মুম্বই আসার উড়ান ধরেন। কৃষক আন্দোলনকারীদের সঙ্গে ছিলেন প্রচুর মহিলাও। তাঁরা কঙ্গনার ক্ষমাপ্রার্থনার দাবি জানান। কৃষক আন্দোলনের সময় কঙ্গনা বয়স্কা মহিলাদের সম্পর্কে বলেছিলেন যে, তাঁদের ১০০-১০০ টাকা দিয়ে নিয়ে আসা হয়। এই মন্তব্যের জন্য কঙ্গনার ওপর ক্ষুব্ধ কৃষকরা। 


কঙ্গনার অভিযোগ, তিনি হিমাচল থেকে রওনা দেন। পঞ্জাবে পৌঁছতেই জনতা তাঁর গাড়ি ঘিরে ফেলে। তাঁরা নিজেদের কৃষক বলে দাবি করেন। তাঁরা গালিগালাজ করেন বলেও কঙ্গনার অভিযোগ। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও তাঁর অভিযোগ।  তিনি প্রশ্ন তুলেছেন, তাঁর সঙ্গে নিরাপত্তা রক্ষী না থাকলে কী অবস্থা হত। এত পুলিশ থাকা সত্ত্বেও তাকে বেরোতে দেওয়া হচ্ছে না। কঙ্গনার প্রশ্ন, তিনি কি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব? তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে অনেকেই রাজনীতি করছেন। তারই ফল এই ঘটনা। জনতা তাঁকে ঘিরে ফেলেছে এবং পুলিশ না থাকলে তাঁর ওপর হামলাও চালানো হতে পারত বলে অভিযোগ কঙ্গনার। 


সোশাল মিডিয়ার মাধ্যমে কঙ্গনা দাবি করেছেন, পঞ্জাবে কৃষকরা তাঁর গাড়িতে হামলা করছেন। তিনি ইনস্টাগ্রামে এই ঘটনা সম্পর্কে একটি ভিডিও শেয়ার করে এই অভিযোগ করেছেন।