কানপুর: শ্বাসকষ্টের কথা বলায় মাকে রাস্তায় ফেলে চলে এল ছেলে! চরম অমানবিক এই ঘটনার সাক্ষী থাকল কানপুর। 


সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার শহরের চাকেরি অঞ্চলের তাদ বাগিয়াতে কয়েকজন স্থানীয় বাসিন্দা রাস্তার ধারে এক মহিলাকে পড়ে থাকতে দেখেন। 


জানা যায়, ৫৮ বছর বয়সী ওই মহিলা ছেলের সঙ্গে চাকেরির মাক্কুপুরাতে থাকেন। স্বামী প্রয়াত। স্বামী ছিলেন সেনার লেফটেন্যান্ট কর্নেল। 


কী ঘটেছে জানতে পেরে, তাঁরা ওই মহিলার একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। সেই ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। 


পুলিশ জানিয়েছে, রবিবার ওই মহিলা ছেলের কাছে জানান, তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। মাকে কোনও হাসপাতালে না নিয়ে গিয়ে ওই ব্যক্তি স্থির করেন বিবাহিতা বোনের বাড়িতে নিয়ে যাবেন। 


কিন্তু ছেলের মতো মেয়েও জানিয়ে দেন, অসুস্থ মাকে তিনি এই সময়ে ঘরে রাখবেন না। 


কিন্তু, মাঝপথে সিদ্ধান্ত বদল করে মাকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, ছেলের সন্দেহ হয়েছিল, তাঁর মা কোভিড আক্রান্ত। 


ঘটনার কথা জানতে পেরে, পুলিশ ওই মহিলাকে উরসুলার একটি হাসপাতালে ভর্তি করায়। মহিলার কোভিড-রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু, চিকিৎসা চলাকালীন মহিলা সেখানে মারা যান। 


এরপরই, ছেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করে পুলিশ। বর্তমানে, ওই ব্যক্তি পলাতক বলে জানিয়েছে পুলিশ। 


দেশে প্রথমবার সাড়ে ৩ লক্ষের গণ্ডি ছাড়াল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। ফের দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। দৈনিক মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড ভারতের। লাগাতার ২ দিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা তিনহাজার ছুঁইছুঁই।  


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। অর্থাত্‍, প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।   


দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে।   কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের। রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৭৬৭। শনিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৬২৪। এক্ষেত্রেও প্রতিদিনই বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা।