দিল্লির 'নির্ভয়াকাণ্ডের'র ছায়া মুম্বইয়ে। ৩০ বছর বয়সি এক মহিলাকে ধর্ষণ করে শরীরে রড ঢুকিয়ে দেওয়ার বড় অভিযোগ। শনিবার হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার। পুল্লিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই মুম্বইয়ের সাকিনাকা এলাকায় একটি মিনিভ্যানের মধ্যে নিয়ে গিয়ে ওই মহিলাকে ধর্ষণ করে যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড। শারীরিকভাবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই ঘটনার পূর্ণ তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন। তিনি ইতিমধ্যেই মুম্বইয়ের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন এই ঘটনার তদন্তভার গ্রহণ করার। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জানান হয়েছে এই মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে পেশ করার। যত দ্রুত সম্ভব যাতে বিচার পাওয়া যায় তার সবরকম চেষ্টার আশ্বাস দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিচারের সমস্ত খরচ বহন করবে মহারাষ্ট্র সরকার সেই নির্দেশও দেওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এমন সন্দেহে ইতিমধ্যেই মুম্বই পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে ৩০৭, ৩৭৬, ৩২৩ ও ৫০৪ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার খবর পুলিশের কন্ট্রোল রুমে প্রথম পৌঁছয়। শুক্রবার ভোররাতে পুলিশের কন্ট্রোলরুমে ফোন আসে। এরপর খয়রানি এলাকার একটি পুকুরে মহিলার দেহ পড়ে থাকতে দেখে পুলিশ। তৎক্ষণাৎ সরকারি পরিচালিত রাজাওয়াদী হাসপাতালে নিয়ে যাওয়া হয় নির্যাতিতাকে।
সংবাদ সংস্থা পিটিআই -এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে টেম্পোর ভিতরে রক্তের দাগ পাওয়া গেছে। এই ঘটনায় ৪৫ বছর বয়সী মোহন চৌহানকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ এবং হত্যার চেষ্টার অভিযোগে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।
প্রসঙ্গত, দিল্লিতে ২৩ বছরের ফিজিওথেরাপি ছাত্রীর নির্মম ধর্ষণ কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশ। রাজধানীর বুকে যাত্রীহীন বাসে তাকে ধর্ষণ করে শরীরে রড ঢুকিয়ে অন্ত্র পেঁচিয়ে বার করে আনে ধর্ষকরা। তারপর মরার জন্য রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। ১৬ দিন পর সিঙ্গাপুরে মারা যায় মেয়েটি, তাকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে।
এর আগে পুনেতেও চলন্ত বাসে ধর্ষণ করা হয়েছিল এক তরুণীকে। অভিযোগ নাগপুর থেকে পুনেগামী বেসরকরি বাসে ধর্ষণ করা হয় তাঁকে। ওই তরুণীর অভিযোগ, বাস পরিষ্কার করা হবে এই বলে তাঁকে সিট নম্বর ১৫ থেকে ৫ গিয়ে বলতে বলা হয়। যে পরিষ্কার করছিল সেই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ওই তরুণীকে বাস থেকে ছুড়ে ফেলা এবং খুনের হুমকিও দেওয়া হয়েছিল।