Share Market: 2023 সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 21,400-এর অঙ্ক স্পর্শ করতে পারে। ব্রোকারেজ হাউস আইসিআইসিআই ডিরেক্ট এই মত দিয়েছে। ব্রোকারেজ হাউস দাবি করেছে, 2030 সালের মধ্যে নিফটি 50,000-এর অঙ্ক স্পর্শ করতে পারে। ICICI ডিরেক্ট বিশ্বাস করে, 16,200 নিফটির জন্য একটি শক্তিশালী সাপোর্ট হতে পারে। 


Stock Market Update: ব্রোকারেজ হাউসের রিপোর্ট বলছে, ভারতীয় শেয়ারবাজার দ্রুত বাড়তে পারে। দেশে করোনা মহামারী আঘাত হানার সময় লকডাউন গ্রাস করে শেয়ার বাজার। তখন 2020 সালের মার্চ মাসে নিফটি 7511-এর অঙ্কে নেমে গিয়েছিল। এর পরে ডিসেম্বর মাসেই নিফটি সর্বোচ্চ 18,887-এ ছুঁয়েছে। অর্থাৎ, নিম্ন স্তর থেকে নিফটিতে 11,376 পয়েন্ট বা 151.45 শতাংশ গতি দেখা গিয়েছে।


Share Market: 2020 সালের মার্চ মাসে সেনসেক্স 25,638-তে নেমে এসেছিল। কিন্তু এই স্তর থেকে সেনসেক্সে 37,945 পয়েন্টের উত্থান হয়েছে। পাশাপাশি সেনসেক্স 63,583-এর রেকর্ড উচ্চতা ছুঁয়েছে। অর্থাৎ নিম্ন স্তর থেকে সেনসেক্সে 148 শতাংশ লাফ দিয়েছে।


Nifty @ 50,000:এর আগে বিদেশি ব্রোকারেজ হাউস মরগান স্ট্যানলিও বলেছিল,  BSE সেনসেক্স 2023 সালের ডিসেম্বরের মধ্যে 80,000 এর অঙ্ক স্পর্শ করতে পারে। মরগান স্ট্যানলির মতে, যদি ভারতকে গ্লোবাল বন্ড সূচকে অন্তর্ভুক্ত করা হয়, তবে আগামী 12 মাসে দেশে 20 বিলিয়ন ডলার বিনিয়োগ করা যেতে পারে।


Stock Market Update: মরগান স্ট্যানলির মতে, যদি তেল ও সারের দামের মতো পণ্যের দাম কমে আসে, তাহলে 2022-25 সালের মধ্যে বার্ষিক 25 শতাংশ হারে আয় বৃদ্ধি দেখা যায়, তাহলে সেনসেক্স 80,000-এর অঙ্ক স্পর্শ করতে পারে। মরগান স্ট্যানলি রিপোর্ট বলছে, সেই ক্ষেত্রে সেনসেক্সের বেস কেস টার্গেট হল 68,500। এর আগে দ্রব্যমূল্যের বৃদ্ধি ও আরবিআই দ্রুত সুদের হার বৃদ্ধির কারণে আমেরিকা ও ইউরোপে মন্দা দেখা দিয়েছে। সেই কারণে ভারতের উন্নয়ন প্রভাবিত হয়েছে। সেই পরিস্থিতিতে সেনসেক্স 52,000-এ নেমে যেতে পারে। কিন্তু এর সম্ভাবনা মাত্র ২০ শতাংশ।


Cyber Fraud: অনলাইন কেনাকাটা নিয়ে নতুন পরিকল্পনা, এই কাজ করতে চলেছে সরকার