নয়াদিল্লি: SARS-CoV-2-এর Omicron ভেরিয়েন্ট ডেল্টা মানুষের ব্রঙ্কাসে দ্রুত সংক্রামিত হয় ও সংখ্যাবৃদ্ধি করে। একটি নতুন গবেষণায় এমনই জানা গিয়েছে। হংকং ইউনিভার্সিটির (HKUMed) এলকেএস ফ্যাকাল্টি অফ মেডিসিনের গবেষকদের নেতৃত্বে এই গবেষণাটি এখনও সমকক্ষ পর্যালোচনা করা হয়নি যদিও। ওমিক্রন (omicron) ভেরিয়েন্ট ডেল্টা ভেরিয়েন্ট মানুষের ব্রঙ্কাসে আসল SARS-CoV-2 ভাইরাসের চেয়ে দ্রুত সংক্রামিত এবং সংখ্যাবৃদ্ধি করে তা ব্যাখ্যা করতে পারে কেন না আগের স্ট্রেনের তুলনায় ওমিক্রনের মানুষের মধ্যে দ্রুত সংক্রমণের সম্ভাবনা রয়েছে। 


ওমিক্রনের (omicron) পাশাপাশি, দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। বাড়ল দৈনিক সংক্রমণ (coronavirus) ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের  ( Ministry of Health & Family Welfare, Govt of India ) র বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী,



  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৪ জন।  

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯৮৪।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৩ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪৭। 

  • দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৬ হাজার ৪৭৮ জনের। 

  • মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮ হাজার ৬০২।


অন্যদিকে, এবার কেরলে আরও ৪ ওমিক্রন আক্রান্তের হদিশ। সব মিলিয়ে গোটা দেশে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩। কেরল সরকার জানিয়েছে, আক্রান্তরা সম্প্রতি ব্রিটেন ও কঙ্গো থেকে ফিরেছিলেন। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি ৩২ জন। দ্বিতীয় স্থানে রাজস্থানে। সে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৭।

 

এদিকে, মুর্শিদাবাদের (Murshidaban) ওমিক্রন (Omicron) আক্রান্ত শিশুর দ্বিতীয় কোভিড রিপোর্টও (covid Report) নেগেটিভ। পরিবারের বাকি সদস্যদের কোভিড রিপোর্টও নেগেটিভ এসেছে, জানিয়েছেন মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। গতকাল মালদার (Malda) কালিয়াচকে আত্মীয়ের বাড়িতে ওমিক্রন আক্রান্ত শিশু ও তার পরিবারের ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। 

আরও পড়ুন: ভোট ঘোষণার আগেই তুঙ্গে প্রস্তুতি, বাঁকুড়ায় দেওয়াল লিখন তৃণমূলের