(Source: Poll of Polls)
JP Nadda on Pakistan: পাকিস্তানে রণজিৎ সিংয়ের মূর্তি ভাঙা দু:খজনক, জানালেন জেপি নাড্ডা
এই ঘটনা টেনে পাকিস্তান হিন্দু এবং শিখ সম্প্রদায়কে সুরক্ষা প্রদান করে এমন তথ্যে উল্লেখ করে তাঁর বিরুদ্ধেও সুর চড়িয়েছেন নাড্ডা।
নয়া দিল্লি: পাকিস্তানে মহারাজা রণজিৎ সিংয়ের মুর্তি ভাঙার ঘটনা নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুধু তাই নয় এই ঘটনা টেনে পাকিস্তান হিন্দু এবং শিখ সম্প্রদায়কে সুরক্ষা প্রদান করে এমন তথ্যে উল্লেখ করে তাঁর বিরুদ্ধেও সুর চড়িয়েছেন নাড্ডা। কীভাবে পাক প্রশাসন এই ঘটনার পরও নীরব দর্শকের ভূমিকা পালন করে সে বিষয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
সংবাদসংস্থা এএনআই-কে জগৎ প্রকাশ নাড্ডা বলেন, "পাকিস্তানে যেভাবে মহারাজা রণজিৎ সিংয়ের মূর্তি ভেঙে ফেলা হল তা অত্যন্ত দু:খজনক। এর থেকেও বেশি খারাপ লাগে যখন দেখি এই ঘটনার পরও পাকিস্তান প্রশাসন নীরব হয়ে রয়েছে। এটা দেখে সকলের অবাক লাগা উচিত যে পাকিস্তানে সংখ্যালঘুদের উপর কীভাবে আক্রমণ হচ্ছে।"
এই নিয়ে তৃতীয়বার এই ধরনের আক্রমণ হল মহারাজা রণজিৎ সিংয়ের মূর্তির উপর। এই ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। জানা গিয়েছে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন TLP-র লোকেরা এই মূর্তিটি ভেঙেছে। ৯ ফুটের মহারাজা রণজিৎ সিং ঘোড়ার উপরে বসা মূর্তিটি ভাঙা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত।
সূত্রের খবর,পাকিস্তানের সংখ্যালঘুদের প্রতিটি স্মরণীয় তথা স্মৃতি সৌধ এবং মন্দির সবসময় সংখ্যাগুরু মুসলিমদের নিশানায় থাকে। আর সেই কারণেই এবার রণজিৎ সিংয়ের মূর্তি ভাঙল কট্টরপন্থীরা। পাকিস্তানের উগ্রপন্থী সংগঠন তেহরিক-এ-লেবেকের তাণ্ডব করে ওই মূর্তিতে ভাঙচুর করে বলেই খবর। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। লাহোর ফোর্টের বাইরে অষ্টাদশ শতকের শিখ রাজা রঞ্জিৎ সিংয়ের খোলা তরোয়াল হাতে ঘোড়ায় চড়া মূর্তিটি এই নিয়ে তিন বার ভাঙা হল বলে খবর।
২০১৯-এর ২৭ জুন মহারাজার ১৮০ তম মৃত্যুবার্ষিকীতে লাহোর ফোর্টের বাইরে রাজা রঞ্জিৎ সিংয়ের মূর্তিটি স্থাপন করা হয়। পুলিশ সূত্রে খবর, ধর্মীয় বিদ্বেষের কারণেই এমন ঘটনা। মাসখানেক আগেই পাকিস্তানে এই চরমপন্থী সংগঠনকে নিষিদ্ধ করেছে পাক সরকার।