নয়া দিল্লি : 'পরীক্ষা পে চর্চা'-য় ছাত্রদের মূল্যবান পরামর্শ । "বন্ধুর নকল করার প্রয়োজন নেই, যেটা পারবে সেটাই আত্মবিশ্বাস নিয়ে করো। আমি বিশ্বাস করি, তাতে তোমরা উৎসবের মেজাজে পরীক্ষা দিয়ে উঠতে পারবে।" এমনই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে কোভিড আবহে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। ফলে, অনলাইনে পঠন-পাঠন চলতে থাকে। যা নিয়ে অনেকেরই বিভিন্ন মত রয়েছে। যদিও আজ প্রধানমন্ত্রী বলেন, "অফলাইনে যা হয়, অনলাইনেও তা-ই হয়। এর অর্থ, মাধ্যমটা কোনও সমস্যা নয়। মাধ্যম যা-ই হোক, যদি যদি আমাদের মন এই বিষয়ের মধ্যে ডুবে যায়, তাহলে এর মধ্যে কোনও পার্থক্য পাওয়া যাবে না। "
এক্ষেত্রে তাঁর ব্যাখ্যা, অনলাইন শিক্ষা জ্ঞান অর্জনের নীতির উপর নির্ভরশীল, অন্যদিকে অফলাইন শিক্ষা সেই জ্ঞানকে টিকিয়ে রাখা এবং কার্যত আরও প্রয়োগ করার বিষয়ে নির্ভরশীল। অনলাইনে অধ্যয়ন করার সময় ছাত্রদের আত্মদর্শন করা উচিত, তারা আসলে অধ্যয়ন করছে নাকি সোশ্যাল মিডিয়াতে রিল দেখে সময় কাটাচ্ছে।
প্রধানমন্ত্রী বক্তব্যে উঠে আসে ছাত্র-জীবনের বিভিন্ন সমস্যার কথাও। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছাত্ররা অনেক সময় সমস্যায় পড়ে। এক্ষেত্রে বন্ধুদের সঙ্গে ক্লাসে যা শিখবে, তা রিভাইজ করার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। যা তাদের একসঙ্গে জ্ঞান-অর্জনে সাহায্য করবে। আমরা প্রায়ই ধ্যান ও মনযোগকে মুনি-ঋষির সঙ্গে তুলনা করি। আমাদের প্রতিদিনের জীবনেও তাই করতে হবে। যা আমাদের হাতে থাকা কাজে মনযোগ দিতে সাহায্য করবে।