বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের অফিস ইডি (ED) সিল করে দেওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত সংসদের (Parliament) দুই কক্ষ। বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগে সরব কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। হট্টগোলের জেরে বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। লোকসভা দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে। ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগে প্রতিবাদ করেছেন কংগ্রেস সাংসদরা। ন্যাশনাল হেরাল্ড মামলায় একাধিক বার রাহুল গাঁধী এবং সনিয়া গাঁধীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে আগে পথে নেমেছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। 


কংগ্রেসের অভিযোগ:
এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসার রাজনীতি করছে মোদি সরকার, অভিযোগ কংগ্রেসের। তুমুল হট্টগোলে দফায় দফায় মুলতুবি হয়েছে সংসদের দুই কক্ষ। যা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তিনি বলেন, 'ভয় দেখিয়ে লাভ নেই, যা করার করে নিন।' মোদি-শাহর বিরুদ্ধে সুর চড়িয়ে হুঙ্কার দিয়েছেন রাহুল গাঁধী। এদিন সংসদে কংগ্রেস (Congress) নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, 'স্বশাসিত সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে। বিরোধী দলগুলিকে দাবিয়ে রাখার জন্য সব চেষ্টা করা হচ্ছে সরকারের তরফে।' তা নিয়ে সংসদেই তীব্র ক্ষোভ প্রকাশ করতে থাকেন বিজেপি সাংসদরা।


তোপ রাহুলের:
রাহুল গাঁধী (Rahul Gandhi) বলেন, 'ভেবেছে চাপ দিয়ে চুপ করিয়ে দেবে। আমরা চুপ করব না। নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ভয় পাই না। যা করার করে নিক। আমাদের কাজ দেশকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা। দেশের ঐক্য রক্ষা করা। আমরা সেটা করে যাব।'   


বিজেপির কটাক্ষ:
জাতীয় বিজেপির (BJP) মুখপাত্র সম্বিত পাত্র, 'এই বিষয়টি নিয়ে আদালতের কাছে যাচ্ছেন না কেন? এর আগেও তো কোর্টে গিয়েছেন ওঁরা, সেখানে ওঁরা হেরেছেন।' রাহুলকে পাল্টা পার্ট টাইম রাজনীতিবিদ বলেও কটাক্ষ বিজেপির।


আরও পড়ুন: কিশোর কুমারের মূর্তিতে মালা দিতে 'বাধা'! জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক