PM Svanidhi Scheme: রাস্তার বিক্রেতাদের জন্য সুখবর এনেছে কেন্দ্রীয় সরকার। কোভিডকালে যারা কাজ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবার তারাই গ্যারান্টি ছাড়া সরকারের থেকে পেতে পারেন ৫০ হাজার টাকা। জেনে নিন, কারা এই সরকারি স্কিমের সুবিধা লাভের যোগ্য।


Government Scheme: করোনা মহামারীর (কোভিড-১৯) কারণে দেশের দরিদ্র শ্রেণি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়ে লক্ষাধিক মানুষ চাকরি তথা কাজ হারিয়েছেন। এই কাজ হারানোদের মধ্যে একটা বড় অংশই রাস্তার বিক্রেতা। করোনার সংক্রমণ ঠেকাতে যখন কেন্দ্র ও রাজ্য সরকার একাধিকবার লকডাউনের আশ্রয় নিয়েছে, তখন রোজগার হারিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ে এই শ্রেণি।


রাস্তার বিক্রেতাদের এই সমস্যার সমাধানে ইতিমধ্যেই শুরু হয়েছে 'প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা' (PM Svanidhi Scheme)। এই স্কিমের মাধ্যমে সরকার ফুটপাথের দোকানের মালিক ও ছোট ব্যবসায়ীদের ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে।


PM Svanidhi Scheme: কোনও গ্যারান্টি ছাড়াই ঋণ
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা'-র মাধ্যমে প্রাপ্ত ঋণে কোনও ঋণ গ্যারান্টির প্রয়োজন নেই। এটি একটি গ্যারান্টি ছাড়া বিনামূল্যে ব্যবসায়িক ঋণ। বর্তমানে এটি রাস্তার বিক্রেতাদের জন্য একটি দুর্দান্ত পরিকল্পনা হিসাবে প্রমাণিত হচ্ছে। রাস্তার বিক্রেতারা তাদের ব্যবসা বাড়াতে বারবার এই ঋণ নিতে পারেন। আপনি প্রথমবার ১০,০০০ টাকা লোন পাবেন। আপনি প্রতি মাসে এই ঋণ পরিশোধ করতে পারেন।


Government Scheme: ঋণ পরিশোধের জন্য কত সময় পাওয়া যায়


মোদি সরকারের এই বিশেষ প্রকল্পে, রাস্তার বিক্রেতারা ঋণ পরিশোধের জন্য যথেষ্ট সময় পান। আপনি একবার লোন নিলে, ১২ মাসে অর্থাৎ ১ বছরের মধ্যে তা শোধ করতে পারবেন। আপনি চাইলে প্রতি মাসে কিস্তিতে এই ঋণ পরিশোধ করতে পারেন। এর জন্য আপনার আধার কার্ড থাকতে হবে।


PM Svanidhi Scheme: প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা আবেদন প্রক্রিয়া


আপনি যেকোনও সরকারি ব্যাঙ্কে গিয়ে এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।


ব্যাঙ্কে গিয়ে কেবল আপনাকে PM স্বনিধি যোজনার ফর্ম পূরণ করতে হবে।
সঙ্গে আধারের একটি কপি জমা দিতে হবে।
এর পরে ব্যাঙ্ক আপনার ঋণ অনুমোদন করবে।
ঋণের টাকা কিস্তিতে পাবেন আবেদনকারী।


Government Scheme: কারা নিতে পারবেন সুবিধা ?
রাস্তার নাপিতের দোকান, মুচি, পানওয়াড়ি, ধোপা, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, রাস্তার খাবার দোকান, চা স্টল বা কিয়স্ক, ব্রেড পকোড়া বা ডিম বিক্রেতা, ফেরিওয়ালা, স্টেশনারি বিক্রেতারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।


আরও পড়ুন : SBI Alert: গ্রাহকদের প্রতারণার নতুন কৌশল ! ভিডিয়ো ট্যুইট করে সতর্ক করল স্টেট ব্যাঙ্ক