নয়াদিল্লি: লখিমপুরকাণ্ডে কৃষক মৃত্যু নিয়ে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে কংগ্রেস। আজ বারাণসীতে প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন প্রিয়ঙ্কা গাঁধী। এর নাম দেওয়া হয়েছে কিষাণ ন্যায় র‍্যালি। সকালে বারাণসীতে বিশ্বনাথ দর্শন সেরে কর্মসূচি শুরু করবেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। এরপর যাবেন দুর্গা মন্দিরে। দুপুর সোয়া ১টা নাগাদ বারাণসীর রোহানিয়ায় জগৎপুর কলেজ গ্রাউন্ডে কিষাণ ন্যায় র‍্যালিতে যোগ দেবেন প্রিয়ঙ্কা। 


এদিকে সুপ্রিম কোর্টের কড়া ভর্ত্‍‍সনার পর লখিমপুরকাণ্ডের ৬ দিন পর, অবশেষে গ্রেফতার আশিস মিশ্র। ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শনিবারই পুলিশের কাছে হাজিরা দেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস দেওয়া হলেও, পুলিশের কাছে হাজির হননি মন্ত্রী-পুত্র। শনিবার, সকালে লখিমপুর পুলিশ লাইনে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। সূত্রের খবর, মন্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন খোদ DIG।


আরও পড়ুন: Lakhimpur Case: লখিমপুরকাণ্ডে তদন্তে অসহযোগিতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলেকে ১৪ দিনের জেল হেফাজত


আশিস মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য,  ৩৬টি প্রশ্নের তালিকা তৈরি করা হয় বলে সূত্রের খবর। জানতে চাওয়া হয়, ঘটনার সময় তিনি কোথায় ছিলেন? সঙ্গে কারা কারা ছিলেন? ঘটনাস্থলে উপস্থিত না থাকার সপক্ষে, তার কাছে কী কী প্রমাণ আছে? ঘটনাস্থলে গুলির শব্দ শোনা যাচ্ছে। আপনার পক্ষ থেকে গুলি ছোড়া হয়েছে, নাকি কৃষকরা গুলি চালিয়েছে? কখন এবং কীভাবে আপনি ঘটনা সম্পর্কে জানতে পারলেন? মন্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করা হয়। সূত্রের খবর, তদন্তকারীদের প্রশ্নের মুখে আশিস মিশ্র দাবি করেন, ঘটনার দিন গাড়ি চালাচ্ছিলেন তাঁর চালক।


ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ঘটনার পর সাদা পোশাক পরা এক ব্যক্তি চালকের আসন থেকে নেমে পালাচ্ছেন।  তদন্তকারীদের দাবি, ঘটনার দিন, নিহত গাড়ি চালক হলুদ রঙের চেক শার্ট পরে ছিলেন। আর সাদা রংয়ের শার্ট পরেছিলেন আশিস নিজেই। সূত্রের খবর, ঘটনার দিন, তিনি দঙ্গলে উপস্থিত ছিলেন, এই দাবির স্বপক্ষে বেশ কয়েকটি ভিডিও তদন্তকারীদের কাছে জমা দেন আশিস মিশ্র।  যদিও তদন্তকারীদের দাবি, আশিসের বয়ানে অসঙ্গতি রয়েছে। বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে তদন্তে অসহোযোগিতা করেছেন তিনি। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলেকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ লাইনে হাজির ছিলেন বিজেপি বিধায়ক যোগেশ বর্মা ও বিজেপি সাংসদ সঞ্জয় সিংহ। যা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে লখিমপুরকাণ্ডে উত্তরপ্রদেশের মুখ্যসচিবের কাছে, রিপোর্ট তলব করেছে জাতীয় সংখ্যালঘু কমিশন।