নয়াদিল্লি: মরুরাজ্যে প্রবল ডামাডোল কংগ্রেসে (Congress)। কংগ্রেসের সভাপতি নির্বাচনের হাত ধরেই এসেছে এই ঘটনা। দলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অশোক গহলৌত (Ashok Gehlot) মুখ্যমন্ত্রিত্ব ছাড়লে, কে বসবেন তাঁর জায়গায়, তা নিয়েই দ্বন্দ্ব উঠেছে চরমে। সূত্রের খবর, অশোক গহলৌতের শিবির ৩টি শর্ত দিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। সেই শর্ত অনুযায়ী, কংগ্রেসের সভাপতি নির্বাচনের পর রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে।নতুন মুখ্যমন্ত্রীর মনোনয়ন হবে গহলৌতের সম্মতি নিয়ে। এর আগে সঙ্কটের সময় যে ১০২ জন কংগ্রেস বিধায়ক দলের সঙ্গে ছিলেন, তাঁদের মধ্যে থেকেই বেছে নিতে হবে রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী। রাজস্থানের নবীন প্রজন্মের নেতা সচিন পায়লটকে নিয়ে তীব্র আপত্তি রয়েছে গহলৌত শিবিরের। বছর দুয়েক আগেই অশোক গহলৌতের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিল পায়লট শিবির। পরিস্থিতি এমনই হয়েছে যে সচিন পায়লটকে (Sachin Pilot) নিয়ে তীব্র আপত্তি জানিয়ে গহলৌত শিবিরের ৮২ জন বিধায়ক গতকাল ইস্তফাপত্র জমা দেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সি পি জোশীর কাছে। বিদ্রোহী বিধায়কদের দাবি, তাঁরা সচিন পায়লটকে মুখ্যমন্ত্রী হিসেবে মানতে রাজি নন। এই বিষয়টিকে আবেগের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। যদিও তাঁর প্রচ্ছন্ন সমর্থন ছাড়া তাঁর শিবিরের বিধায়করা এতবড় সিদ্ধান্ত নিতে পারেন কিনা সেই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। 


আলোচনার খোঁজ:
গহলৌত ও পায়লট শিবিরের মধ্যে দৌত্য করাতে রাজস্থানে গিয়েছেন কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং সাধারণ সম্পাদক অজয় মাকেন। তাঁদের আজই দিল্লি ফিরে গিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দেওয়ার কথা। বিদ্রোহী বিধায়কদের সঙ্গে অজয় মাকেনদের আলাদা করে আলোচনার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। যার ফলে আপাতত বিশ বাঁও জলে রাজস্থানের দ্বন্দ্ব মেটার সম্ভাবনা।


সূত্রের খবর, যদি অশোক গহলৌত নির্বাচনে জিতে কংগ্রেসের সভাপতি হন। সেক্ষেত্রে রাজস্থানের মুখ্যমন্ত্রিত্বের কুর্সির জন্য কংগ্রেস হাইকমান্ডের প্রথম পছন্দ সচিন পায়লট। এই জায়গাতেই বেঁকে বসেছে গহলৌত শিবির।   


একের পর এক মোড়:
গতকাল জয়পুরের একটি মিটিং থেকে শুরু হয়েছে ঘটনাপ্রবাহ। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে হাইকমান্ডের নির্দেশ মেনে নেওয়া হবে বলে একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু তা থেকে সরে আসেন তাঁরা, গহলৌত শিবিরের দাবি, নতুন মুখ্যমন্ত্রী গহলৌত-অনুগামীদের মধ্যে থেকেই করতে হবে। পাশাপাশি সভাপতি নির্বাচন শেষ হওয়ার আগে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেওয়া যাবে না। 


আরও পড়ুন:  'টাকা দেন বলেই, পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী', বলেন দিলীপ, ১১-র আগের কথা মনে করালেন কুণাল