Metro Cash and Carry: বুধেই ফের গতি ধরতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টক। মেট্রো ক্য়াশ অ্যান্ড ক্যারি অধিগ্রহণের খবরে বাজারে বড় লাফ দিতে পারে মুকেশ অম্বানির কোম্পানি। মঙ্গলবারই এই নিয়ে বড় খবর দিয়েছে কম্পিটিশন কমিশিন অফ ইন্ডিয়া (CCI)।  


Reliance Industries Update: কত টাকায় হচ্ছে এই ডিল ? 
জল্পনা চলছিল অনেকদিন ধরেই। শুধু চুক্তিতে সিলমোহর পড়লেই সম্পন্ন হত ডিল। এবার কম্পিটিশন কমিশিন অফ ইন্ডিয়ার সবুজ সংকেতে মান্যতা পেলে সেই চুক্তি।  ভারতে  জার্মানির খুচরো কোম্পানি মেট্রো এজি-র ভারত-ভিত্তিক পাইকারি সংস্থা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি অধিগ্রহণ করল রিলায়েন্স। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 2850 কোটি টাকায় মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইন্ডিয়া অধিগ্রহণ করতে চলেছে।


Metro Cash and Carry: রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড আসলে মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি সাবসিডিয়ারি রিটেল কোম্পানি। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ১০০ শতাংশ ইক্যুইটি অধিগ্রহণের জন্য চুক্তি করেছিল রিলায়েন্স। এই অধিগ্রহণের জন্য ২৮৫০ কোটি টাকায় চুক্তি করেছিল মুকেশ অম্বানির কোম্পানি। এই অধিগ্রহণের মাধ্যমে কোম্পানিটি ভারতের রিটেইল সেক্টরে তার অবস্থান আরও শক্তিশালী করে ফেলল। 


Reliance Industries Update:  কেন রিলায়েন্সের কাছে গুরুত্বপূর্ণ মেট্রো ? 
মেট্রো এজি ছিল ভারতের প্রথম কোম্পানি, যারা ২০০৩ সালে ক্যাশ অ্যান্ড ক্যারির ব্যবসা শুরু করে। কোম্পানিটি বর্তমানে দেশের ২১টি শহরে ৩১টি বড় স্টোর পরিচালনা করছে। কোম্পানির ৩৫০০ জন কর্মী আছে। মেট্রো তার দোকানে ফল ও সবজি, মুদিখানার সামগ্রী, ইলেকট্রনিক্স, গৃহস্থালীর জিনিসপত্র, পোশাক বিক্রি করে। মেট্রোর গ্রাহকদের মধ্যে হোটেল, রেস্তোরাঁ, অফিস, কোম্পানি, ছোট খুচরা বিক্রেতা ও মুদি দোকান অন্তর্ভুক্ত। কোম্পানির অর্ধেক স্টোর দক্ষিণ ভারতে রয়েছে।


2022 সালের সেপ্টেম্বরে শেষ আর্থিক বছরে মেট্রো ইন্ডিয়ার সেলস ছিল ৭৭০০ কোটি টাকা। মরগান স্ট্যানলির মতে, রিলায়েন্সের এই অধিগ্রহণের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নিজেদের খুচরো ব্যবসাকে প্রসারিত করবে কোম্পানি।  বিশেষ করে দেশের ১০টি প্রধান শহরের মধ্যে ৮টিতে মেট্রো ক্যাস অ্যান্ড ক্যারি রয়েছে। এই অধিগ্রহণ রিলায়েন্সকে মুদি দোকানের পাশাপাশি প্রাতিষ্ঠানিক গ্রাহকদের মধ্যে প্রবেশ করতে সাহায্য করবে। মেট্রো B2B বাজারে অন্যতম প্লেয়ার। একই সময়ে, রিলায়েন্সের দেশে প্রায় ১৬,৬০০টি স্টোর রয়েছে। 


আরও পড়ুন : Adani Group Stocks: ফের চিন্তা বাড়াল আদানি গ্রুপের শেয়ার ! লোয়ার সার্কিটে বন্ধ ৪টি কোম্পানির স্টক