নয়াদিল্লি: জ্ঞানবাপী মামলা জেলা আদালতে পাঠাল সুপ্রিম কোর্ট। বারাণসী জেলা বিচারকের (Varanasi District Court) এজলাসে মামলা পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। 


সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, জ্ঞানবাপী মামলায় (Gyanvapi Case) বারাণসী আদালত মসজিদ চত্বরে সমীক্ষার যে নির্দেশ দিয়েছে তাতে কোনও হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট।বারাণসী আদালত মসজিদ চত্বরে সমীক্ষা করার যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি (Anjuman Intezamia Masjid Committee)। তারাই মসজিদ দেখভাল করেন।


কী বলেছে সুপ্রিম কোর্ট:
সূত্রের খবর, সুপ্রিম কোর্ট বলেছে দেশের স্থিতাবস্থা বজায় রাখতে হবে। এর আগে ১৭ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল মসজিদের যে অংশে শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল বলে দাবি করা হয়েছে। সেখানে কড়া পাহারা বসাতে হবে। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না। সেই নির্দেশ এখনও বলবৎ থাকবে। পাশাপাশি, মসজিদের ভিতরে মুসলমানদের নমাজ (Namaz) পরার ব্যবস্থা যাতে অক্ষুণ্ণ থাকে তা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে বারাণসী জেলাশাসককে। সংবাদ সংস্থা সূত্রের খবর, সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, এটা ভুললে চলবে না যে আমরা এই দেশের ভারসাম্য বজায় রাখার মিশনে রয়েছি।






আরও পরামর্শ:
সূত্রের খবর, মামলাটি জেলা আদালতে পাঠানোর পাশাপাশি সুপ্রিম কোর্ট বলেছে, আরও অভিজ্ঞ কারও এই মামলা শোনা উচিত। ওই আদালতে যিনি মামলাটি শুনছেন তাঁর সম্বন্ধে কোনও আপত্তি বা সমালোচনা করেনি সুপ্রিম কোর্ট। তবে সাধারণ ভাবে আরও অভিজ্ঞ কেউ এই মামলাটি শুনলে সব পক্ষের জন্য়ই ভাল। এমন মন্তব্য করা হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে।    


২০২১ সালে পাঁচজন মহিলা আদালতে মামলা করেন। সেখানে আবেদন করা হয়। কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানব্যাপী মসজিদ চত্বরের পশ্চিম দিকে 'শ্রীঙ্গার গৌরি স্থলে' পুজো করার আবেদন করা হয়। তারপরেই ওই এলাকায় সমীক্ষা করার নির্দেশ দেয় বারাণসী সিভিল কোর্ট (Varanasi Civil Court)।   


 আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা, পাতিয়ালা কোর্টে আত্মসমর্পণ নভজ্যোত সিং সিধুর