নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে (Lok Sabha Elections 2024)। 'ভারত জোড়ো যাত্রা'র মতো, এবারও চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না রাহুল গাঁধী (Rahul Gandhi)। তাতে সাড়াও মিলছে ভাল। যেখানেই যাচ্ছেন আপন করে নিচ্ছেন মানুষ। কিন্তু এসবের মধ্যেও একি প্রশ্ন বার বার তাড়া করে বেড়াচ্ছে কংগ্রেস নেতাকে। মায়ের বয়সি মহিলা থেকে শরিক শিবিরের নেতা, সকলের মুখে একই প্রশ্ন, রাহুল বিয়ে করছেন কবে? ছেলের বিয়ে এবার প্রশ্নের মুখে পড়লেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীও (Sonia gandhi)। 


লোকসভা নির্বাচনের আগে জনসংযোগে জোর দিচ্ছেন রাহুল। সনিয়া এবং বোন প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও তাঁর পাশে রয়েছেন। সোনিপত থেকে দিল্লি আসা কৃষক পরিবারের সদস্য এবং কৃষিকার্যে যুক্ত মহিলাদের সঙ্গে দেখা করে সম্প্রতি কথা বলেন তাঁরা। সম্প্রতি সেই কথোপকথনের একটি ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তাতে বর্ষীয়ান এক মহিলা সনিয়াকে বলেন, এবার ছেলের বিয়েটা দিয়েই দিন। প্রশ্ন শুনে চুপ থাকেননি সনিয়াও। জবাব দেন সঙ্গে সঙ্গেই।


রাহুল খোদ ট্যুইটারে (অধুনা X) ওই কথোপকথনের ভিডিও পোস্ট করেন। তাতে মহিলা কৃষকদের সঙ্গে প্রিয়ঙ্কাকে খোশমেজাজে দেখা যায়। ভিডিও-র একটি অংশ বয়স্ক কিছু মহিলার সঙ্গে কথা বলতে দেখা যায় সনিয়াকে। সেখানে একজন তাঁকে বলেন, "এবার রাহুলজির বিয়ে দিন।" এর উত্তরে সনিয়াকে বলতে শোনা যায়, 'আপনিই বরং মেয়ে খুঁজে দিন'।



আরও পড়ুন: Lalu Prasad Yadav: ‘ঢল গয়া দিন, হো গয়ি শাম’… ফুরফুরে মেজাজে ব্যাডমিন্টন কোর্টে লালু


ওই ভিডিও পোস্ট করে রাহুল লেখেন, 'মা, প্রিয়ঙ্কা এবং আমার কাছে এটি একটি স্মরণীয় দিন। সোনিপতের কৃষক বোনেরা দিল্লিদর্শন করলেন, একসঙ্গে বাড়িতে খাওয়াদাওয়া করলাম ওঁদের সঙ্গে। খুব হাসিঠাট্টা হয়েছে। সেই সঙ্গে অসম্ভব ভাল উপহার পেলাম-দেশি ঘি, মিষ্টি লস্সি, বাড়িতে তৈরি আচার এবং অনেক অনেক ভালবাসা'।


আসন্ন লোকসভা নির্বাচনের আগে খাদ্য, নারীর ক্ষমতায়ন, পণ্য ও পরিষেবা কর নিয়ে মানুষের মতামত গ্রহণ করছেন রাহুল। দিল্লিতে প্রিয়ঙ্কার বাড়িতেও সম্প্রতি মহিলা কৃষকদের ভূরিভোজে আমন্ত্রণ জানান তিনি। নিজের বাসভবন হাতছাড়া হয়ে যাওয়াতেই বোনের বাড়িতে সকলকে আমন্ত্রণ জানান রাহুল। সেখানেও তাঁদের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা বলেন রাহুল। 


ওই ভিডিও গত ১৬ ডিসেম্বরের বলে জানা গিয়েছে। প্রিয়ঙ্কার বাড়িতে আমন্ত্রণ পেয়ে এসেছিলেন মহিলারা। সেখানে মুদ্রাস্ফীতি, ওষুধের আকাশছোঁয়া দাম, সার, বিদ্যুৎ এবং GST নিয়ে অভাব-অভিযোগ জানান তাঁরা। এক জায়গায় রাহুলকে বলতে শোনা যায়, "মেয়েরা কারও চেয়ে কোনও অংশে কম নন। সমাজ মেয়েদের দমিয়ে রাখে। খোলাখুলি নিজেদের মনের কথা বলা উচিত মেয়েদের।" মহিলা কৃষকদের সঙ্গে নাচে যোগ দিতে দেখা যায় প্রিয়ঙ্কাকেও।