Share Market: সোমবার পতনের পর সামান্য হলেও ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার। প্রি-ওপেনিংয়ে সবুজে ছুট শুরু করে নিফটি,সেনসেক্স। আজ সামান্য বৃদ্ধি নিয়ে শুরু করেছে দালাল স্ট্রিট। বিশ্ববাজার থেকে বিশেষ কোনও সাপোর্ট না পেলেও গতকালের তুলনায় দেশীরে বাজারে কেনাকাটার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বাজারের হেভিওয়েট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস ও টিসিএস-এর শক্তিতে আজ বাজার সবুজে রয়েছে।
Stock Market LIVE: কীভাবে বাজার খুলেছে ?
শেয়ারবাজারে গতকালের জোরালো পতনকে সামনে রেখে আজ শুরুর দিকে লেনদেন বেড়েছে। BSE-এর 30-শেয়ারের সূচক সেনসেক্স 231.30 পয়েন্ট বা 0.40 শতাংশ বেড়ে 57,376-এর স্তরে উঠেছে। NSE-র নিফটির 94.60 পয়েন্ট বা 0.56 শতাংশের শক্তিতে 17,110-তে খুলতে সক্ষম হয়েছে।
Stock Market Opening: প্রথম ৫ মিনিটে কী ট্রেডিং হয়েছে ?
বাজার খোলার প্রথম 5 মিনিটে, সেনসেক্স 57600 পেরিয়েছে । এটি 450 পয়েন্টের বেশি শক্তি দেখাছে। পাশাপাশি সেনসেক্স ছুঁয়েছে 57600-এর স্তর। 17135-এর স্তরটি নিফটিতে 115 পয়েন্টেরও বেশি বাড়তে দেখা গেছে।
Share Market:সেনসেক্স ও নিফটির শেয়ার
সেনসেক্সের 30টি স্টকের সবকটিই বর্তমানে একটি গতির সঙ্গে ব্যবসা করছে। যার মধ্যে 50টি নিফটি স্টকের মধ্যে, 44টি সবুজে ছুটছে। যার মধ্যে 6টি স্টকে পতন দেখা গেছে৷
Stock Market LIVE: প্রি-ওপেনে মার্কেট কেমন ছিল ?
আজ, সেনসেক্স এবং নিফটি বাজারের প্রি-ওপেনিংয়ে সবুজ রঙে ব্যবসা করছিল। BSE সেনসেক্স 138 পয়েন্ট বা 0.24 শতাংশ বৃদ্ধির সাথে 57283-এর স্তরে লেনদেন করছিল। অন্যদিকে, NSE-র নিফটি 122 পয়েন্ট বা 0.72 শতাংশ লাফ দিয়ে 17138-এর স্তরে লেনদেন করছে।
Share Market: ফের Black Monday-র সাক্ষী থাকল ভারতীয় শেয়ার বাজার। সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই 'রক্তাক্ত হল' ইন্ডিয়ান স্টক মার্কেট। আমেরিকা-সহ ইউরোপীয় দেশগুলির মন্দায় যাওয়ার আশঙ্কা থেকেই ধরাশায়ী হল ভারতের শেয়ার বাজার। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ক্রমাগত মুনাফা বুক করে চলায় এদিন মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক ১০০০ পয়েন্ট ও নিফটি ৩৫০ পয়েন্ট কমে গেছে। যে কারণে বিনিয়োগকারীদের সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সম্পদে ৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে।
Stock Market: ৪ দিনে ১৪ লাখ কোটি টাকার ক্ষতি !
শুক্রবার মুম্বই স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ২৭৬.৬৫ লক্ষ কোটি টাকা। যা সোমবার লেনদেন শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ২৬৯.86 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ প্রায় ৭ লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। ২০ সেপ্টেম্বর শেষবারের মতো বাজার দ্রুত গতিতে বন্ধ হয়েছিল। সেই দিন মার্কেট ক্যাপ ছিল ২৮৩.৩২ লক্ষ কোটি টাকা। যার অর্থ, বিনিয়োগকারীরা মাত্র চারটি ট্রেডিং সেশনে ১৩.৫০ লক্ষ কোটি টাকা হারিয়েছে। এদিন সেই পতনের মার্কেট কিছুটা হলেও ঘুরে দাঁড়াচ্ছে।