নয়াদিল্লি: ধর্মভাবনায় আঘাত পৌঁছনোর অভিযোগে একের পর এক মামলা দায়ের হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে সেই নিয়ে জেলেই রয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে জামিন পেলেন ভুয়ো খবরের সত্যতা যাচাই (Fact Check) সংস্থা অল্ট নিউজ-এর (Alt news) সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের (Mohammed Zubair)। বুধবার সুপ্রিম কোর্ট (Supreme Court) তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। উত্তরপ্রদেশে জুবেরের নামে ধর্মীয় অবমাননার ছয়টি মামলা দায়ের হয়েছিল, তার সবক'টিতেই তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে।
সুপ্রিম কোর্টে জামিন পেলেন জুবের
শুধু তাই নয়, জুবেরের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লি পুলিশের স্পেশাল সেলে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর আগে, সোমবার জুবেরের গ্রেফতারি নিয়ে মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট। এক মামলায় জামিন পাওয়ামাত্র অন্য মামলায় তাঁকে ফের জেলে ঢোকানোর প্রক্রিয়াকে 'জঘন্য চক্র' বলেও উল্লেখ করে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত জুবেরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলেও উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেওয়া হয়।
এর পর বুধবার দুপুরে শুনানি শুরু হলে জুবেরের জামিনের আর্জি মঞ্জুর হয়। এ দিন আদালত বলে, "আমাদের মতে, সমস্ত এফআইআর থেকে ওঁকে অন্তর্বর্তী জামিনে মুক্তি দেওয়া উচিত। আইন বলে, গ্রেফতার করার ক্ষমতাও বুঝেশুনে প্রয়োগ করা উচিত। বর্তমানে ওঁকে জেলে বন্দি করে রাখা, একের পর এক আদালতে ঘুরে যাওয়ার কোনও ন্যায্য কারণ নেই।" এ দিন আদালত জানায়, দিল্লি পুলিশ যখন তদন্ত ঠিকঠাক এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সময় জুবেরকে আটকে রাখা অর্থহীন।"
আরও পড়ুন: Indian Passport: তিন ধাপ উঠলেও, ভারতীয় পাসপোর্ট 'দুর্বল'-ই, গুরুত্বের নিরিখে ৮৭তম স্থানে
জুবের যাতে আর ট্যুইট না করেন, তেমন নির্দেশ দিতে আদালতে আর্জি জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করেছে। আদালতের বক্তব্য, "এ তো আইনজীবী তর্ক করতে পারবেন না বলা মতো বিষয়! সাংবাদিক লিখতে পারবেন না, একথা কি বলা যায়! উনি আইন লঙ্ঘন করলে, আইবের কাছেই জবাবদিহি করতে বাধ্য থাকবেন।কিন্তু একদিন নাগরিকের কণ্ঠরোধ করতে আগামী পদক্ষেপ করা কী করে সম্ভব?"
উত্তরপ্রদেশ সরকারের আর্জি খারিজ আদালতে
গত ২৭ জুন জুবেরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ২০১৮ সালে একটি হিন্দি ছবির দৃশ্য ট্যুইটারে তুলে ধরে ২০১৪-এর আগের এবং পরের পরিস্থিতির তুলনা টেনেছিলেন জুবের, খানিটা ব্যাঙ্গাত্মক সুরেই। সম্প্রিত একটি ভুতুড়ে ট্যুইটার হ্যান্ডল থেকে তাঁর নামে অভিযোগ জমা পডডে। তার ভিত্তিতেই জুবেরকে গ্রেফতার করা হয়। কিন্তু কয়েক দিনের মধ্যে ওই ট্যুইটার হ্যান্ডলটিই বেমালুম গায়েব হয়ে যায়। সরকারের সমালোচনায় মুখ খোলায়, ভুয়ো খবরের পর্দাফাঁস করাতেই জুবেরকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁর শুভান্যুধায়ীরায