Income Tax Return: ৩১ জুলাইয়ের মধ্যে আইটিআর ফাইল (ITR Deadline 2023) না করলে পড়তে হবে জরিমানার মুখে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (ITR) করতে বলেছে আয়কর বিভাগ। যদিও সোশ্যাল মিডিয়ার (Social Media) একটি বার্তা ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।
সামাজিক মাধ্যমে অনেকেই আইটিআর ফাইলের সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন। যা নিয়ে ট্যুইট করেছে আয়কর বিভাগ। জেনে নিন, ট্যুইটে কী বলেছে কর্তৃপক্ষ। মনে রাখবেন, এবার শনি ও রবিবার জমা দেওয়া যাবে আইটিআর।
ITR Deadline 2023: ট্যুইটে কী বলেছে আয়কর বিভাগ
শুক্রবারই আইটিআর-ফাইলিংয়ের বিষয়ে ট্যুইট করেছে ইনকাম ট্যাক্স ইন্ডিয়া। যেখানে আইটিআর ফাইলিং, ট্যাক্স পেমেন্ট এবং অন্যান্য সম্পর্কিত পরিষেবাগুলির জন্য করদাতাদের সাহায্য় করার কথা বলেছে। আয়কর বিভাগ জানিয়েছে,সরকারি হেল্পডেস্ক 24 × 7 ভিত্তিতে কাজ করছে , যেখানে কল, লাইভ চ্যাট, ওয়েবেক্স সেশন ও সোশ্যাল মিডিয়ায় আইটিআর ফাইলিংয়ে সাহায্য়ের পথ দেখানো হচ্ছে।
Income Tax Return: গত বছরের থেকে বেশি আইটিআর ফাইল
আয়কর বিভাগ জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ২৭ জুলাইয়ের মধ্যে ৫ কোটিরও বেশি আইটিআর ফাইল হয়েছে। ইতিমধ্যেই গত বছরের ৩০ জুলাইয়ের তুলনায় এই বছরের বেশি আইটিআর ফাইল হয়েছে। পরিসংখ্যান বলছে, ২০২৩ পর্যন্ত দায়ের করা ৫.০৩ কোটি আইটিআরগুলির মধ্যে প্রায় ৪.৪৬ কোটি আইটিআর ই-যাচাই করা হয়েছে, অর্থাৎ দাখিল করা ৮৮ শতাংশেরও বেশি আইটিআর ই-যাচাই করা হয়েছে। যার মধ্যে ই-ভেরিফাইড আইটিআরগুলির মধ্যে ২.৬৯ কোটিরও বেশি আইটিআর ইতিমধ্যেই পাঠানো হয়ে গেছে।
৩১ জুলাইয়ের ৩দিন আগে ৫কোটি আয়কর রিটার্নের (ITRs) মাইলফলকে পৌঁছাতে সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তবে আইটিআর বাড়ানোর সময়সীমা বৃদ্ধির বিষয়ে কোনও কথা বলেনি আয়কর বিভাগ। মনে রাখবেন, গত বছরও আইটিআর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়নি।
৩১ জুলাইয়ের মধ্য়ে আয়কর রিটার্ন দাখিল না করলে দিতে হবে জরিমানা। সেই ক্ষেত্রে সবার সবান জরিমানা করবে না সরকার। জানেন, কীসের ভিত্তিতে কত টাকা জরিমানা করে আয়কর বিভাগ।
আপনি যদি জরিমানা এড়াতে চান তবে ৩১ জুলাই ২০২৩-এর মধ্যে আইটিআর ফাইল করুন। মনে রাখবেন, অনেক সময় যখন শেষ মুহূর্তে আইটিআর ফাইল করতে গেলে ওয়েবসাইটেও সমস্যা হয়। যে কারণে করদাতাদের সমস্যায় পড়তে হয়। সেই ক্ষেত্রে সময়সীমা পেরিয়ে গেলে ১ অগাস্ট২০২৩-এ ITR ফাইল করার জন্য আপনার আয়ের উপর ১০০০ থেকে ৫০০০ টাকা জরিমানা হতে পারে।
আরও পড়ুন ITR Filing: ৩১ জুলাইয়ের মধ্যে আইটিআর ফাইল না করলে কত জরিমানা, কাদের কত টাকা পেনাল্টি ?