নয়াদিল্লি: ট্রেন (Train) থেকে নেমে অপেক্ষা করাই কাল হল। অন্য লাইন থেকে ছুটে আসা ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৬ জনের। ঘটনা অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) শ্রীকাকুলাম জেলার। কোনারক এক্সপ্রেসের (Konark Express) চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৬ জনের। ঘটনায় আহত বহু। আহতদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ছিন্নভিন্ন অবস্থায় রেল লাইনে পড়ে রয়েছে মৃত দেহ। যে দৃশ্য দেখলে গা শিউরে উঠবে। অন্ধ্রপ্রদেশের ভয়াবহ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগের জেরে গুয়াহাটি এক্সপ্রেস দাঁড়িয়েছিল বাটুয়ার কাছে। ওই ট্রেনের যাত্রী ছিলেন আহত এবং মৃতরা। দীর্ঘক্ষণ ট্রেন না চলায় ট্রেন থেকে নেমে অন্য লাইনে অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন। সেই সময় উল্টোদিক থেকে ছুটে আসা কোনারক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় সংশ্লিষ্টদের। জানা গিয়েছে, উল্টো দিক থেকে যে ট্রেন ছুটে আসছে তা লক্ষ্যই করেননি কেউ।


মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিবৃতি জারি করে জানিয়েছে, বাটুয়ার কাছে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। ভয়াবহ এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আহতদের সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশাখাপত্তনম থেকে গুয়াহাটি যাচ্ছিল ওই ট্রেন। যান্ত্রিক গোলযোগের জেরে বেশ কিছুক্ষণ মাঝপথে দাঁড়িয়েছিল ট্রেন। অতিরিক্ত গরমের জেরে ট্রেন থেকে নেমে অপেক্ষা করছিলেন অনেকেই। সেই সময় অন্য রেল লাইনে চলে আসে কোনারক এক্সপ্রেস। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বহু যাত্রীর। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্টরা দেখতে পাননি উল্টো দিক থেকে ছুটে আসছে কোনারক এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় কার্যত পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। ঘটনা একাধিক জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও অনেক। আহতদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন: Indo-US relations: "বুচায় গণহত্যার ঘটনা উদ্বেগজনক,'' বাইডেনের সঙ্গে বৈঠকে মন্তব্য মোদির