Nirmala Sitharaman: প্রত্যাশার পারদ বেড়েই চলেছে। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট নিয়ে অর্থমন্ত্রীর কাছে প্রচুর আশা রয়েছে সবার। হোম লোন থেকে ট্যাক্স স্ল্যাবে ছাড়, আম আদমির এই ৫টি দাবি মেনে নিতে পারে মোদি সরকার।
Union Budget 2023: এটাই লোকসভা নির্বাচনের আগে পূর্ণার্ঙ্গ বাজেট
আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে এটিই কেন্দ্রে মোদি সরকারের শেষ পূর্ণ বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সামনে দেশের মানুষের প্রত্যাশার পাহাড়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে চ্যালেঞ্জ হল ২০২৩ সালের বাজেটের মাধ্যমে দেশের নাগরিকদের স্বস্তির বিষয়টি অগ্রাধিকার দেওয়া।
বাজেট থেকে প্রথম প্রত্যাশা – কম আয়করের হার
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উচিত এবারের বাজেটে বেতনভোগী শ্রেণির জন্য ট্যাক্স স্ল্যাব সংশোধন করা ও আয়করের হার কমানো। ২০১৬-১৭ সাল থেকে আয়কর হারে কোনও পরিবর্তন হয়নি। কয়েক বছর আগে অব্যাহতিপ্রাপ্ত নতুন কর ব্যবস্থা গ্রহণ করা ছাড়া সেরকম কোনও পরিবর্তন হয়নি কর ব্যবস্থায়। আশা করা হচ্ছে, নতুন কর ব্যবস্থায় আয়করের ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশ ট্যাক্স স্ল্যাবে কিছুটা ছাড় দেওয়া হবে।
১ পাঁচ লাখ টাকা পর্যন্ত কর ছাড় : কর বিশেষজ্ঞদের মতে, সরকার এবার ৫ লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিতে পারেন। এতে সাধারণ করদাতা কিছুটা স্বস্তি পেতে পারেন। বর্তমানে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত, যা বাড়িয়ে ৫ লাখ টাকা করার দাবি করা হচ্ছে। এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা উচিত, যা বর্তমানে ৩ লক্ষ টাকা।
২ বাজেট থেকে দ্বিতীয় প্রত্যাশা - ইক্যুইটি এলটিসিজি-তে অ-করযোগ্য সীমা
আপনি যদি দীর্ঘ মেয়াদে শেয়ার বিক্রি থেকে ১ লাখ টাকার বেশি লাভ করেন, তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী মূলধন লাভ দিতে হবে। এই বিভাগটি 2004 সাল পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত ছিল, কারণ এটি নিরাপত্তা লেনদেন কর (STT) এর অধীন ছিল। এখন, এই বিষয়ে, বিনিয়োগকারীরা আশা করছেন, STT অপসারণের খুব কম আশা আছে, তবে যারা শেয়ার বিক্রির কর সীমার মধ্যে আছেন তাদের 1 লাখ টাকার পরিবর্তে 2 লাখ টাকার সীমায় কর দিতে হবে।
৩ রেল বাজেটের অধীনে আরও ৪০০টি বন্দে ভারত ট্রেনের দাবি
গত বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী ৩ বছরে ৪০০টি সেমি-হাই স্পিড নেক্সট জেনারেশন বন্দে ভারত ট্রেন চালু করার পরিকল্পনা পেশ করেছিলেন। এই বছর বলা হচ্ছে, ভারতে বন্দে ভারত ট্রেনগুলি ছাড়াও আরও ৪০০ টি ট্রেন আনার ঘোষণা হতে পারে। রাজধানী ও শতাব্দীর মতো ট্রেনের নাম সহ আগামী সময়ে সব হাই-স্পিড ট্রেন পরিবর্তন করার পরিকল্পনা করছে রেল মন্ত্রক। এই বাজেটে এই ট্রেনগুলির জন্য অর্থমন্ত্রী আরও কিছু অর্থ বরাদ্দ করবেন বলে আশা করা হচ্ছে।
৪ স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়ানোর দাবি
করদাতারা চান, সরকার এই বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করুক। বিশেষজ্ঞরা আরও বিশ্বাস করেন যে খুচরা মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের পরিপ্রেক্ষিতে ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বাড়ানো দরকার। কেন্দ্রীয় সরকার এই সীমা বাড়িয়ে ১ লাখ টাকা করতে পারে।
৫ গৃহঋণ ছাড়ের সীমা বাড়াতে হবে
আয়কর আইনের ধারা ২৪ (বি) এর অধীনে, করদাতারা গৃহ ঋণের সুদের উপর ২ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। হোম লোন ডিডাকশনের সীমা মাত্র ২ লক্ষ টাকা পর্যন্ত ও সর্বোচ্চ ছাড় এক বছরে ২ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া যেতে পারে। এটিও বাড়ানোর দাবি রয়েছে ও সম্পত্তির দাম বৃদ্ধির মধ্যে এই ছাড়ের সীমা বাড়তে পারে।
Government Scheme: পড়ুয়াদের ল্যাপটপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার ! আপনার কাছেও এসেছে এই মেসেজ ?