গুয়াহাটি: ভারতীয় সেনার অন্দরে ফের যৌন নিগ্রহের অভিযোগ। এবার অভিযুক্ত সেনার ব্রিগেডিয়ার পদমর্যাদার আধিকারিক। অধস্তন কর্মীর স্ত্রীকে তিনি যৌন নিগ্রহ করেন এবং হুমকিও দেন বলে অভিযোগ। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। (Indian Army)


মেঘালয়ের শিলং থেকে এই অভিযোগ সামনে এসেছে। অভিযুক্তি ব্রিগেডিয়ার পদমর্যাদার অফিসার সেখানেই নিযুক্ত রয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সেনার কর্নেল পদমর্যাদার এক অফিসারের স্ত্রী। একবার, দু’বার নয়, বার বার হেনস্থার শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। (Army Officer Harassment Allegations)


গত ১০ মার্চ অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর দাবি, শেষ বার ৮ মার্চ তাঁকে হেনস্থা করেন ব্রিগেডিয়ার।  সেনার অফিসারদের মেসে একটি অনুষ্ঠান ছিল, আয়োজন হয়েছিল নৈশভোজের। সেখানে হেনস্থা করা হয় তাঁকে। অভিযুক্তের বিরুদ্ধে অভব্য আচরণ, অশালীন মন্তব্য, শারীরিক আগ্রাসন প্রদর্শন এবং হুমকি দেওয়ার অভিযোগ অনেছেন নির্যাতিতা। 


নির্যাতিতা জানিয়েছেন, বার বার তাঁর উপর হামলে পড়ার উপক্রম করছিলেন ব্রিডেগিয়ার। অশালীন মন্তব্য করছিলেন, অশালীন আচরণ করছিলেন লাগাতার। পরিষ্কার ভাষায় না বলে দেওয়ার পরও সংযত হননি। বরং সঙ্গ না দেওয়ায় গালিগালাজ শুরু করে দেন অভিযুক্ত। আগ্রাসন দেখিয়ে তেড়ে আসেন তাঁর দিকে। মহিলার স্বামী ব্রিগেডিয়ারকে বাধা দেন। 


ওই মহিলার দাবি, ৮ মার্চই প্রথম বার নয়, আগেও তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন অভিযুক্ত ব্রিগেডিয়ার। ২০২৪ সালের ১৩ জুলাই গৃহপ্রবেশ অনুষ্ঠানে তাঁদের বাড়িতে আমন্ত্রিত ছিলেন অভিযুক্ত। সেখানেও অভব্য আচরণ করেন। সাজগোজ দেখে বলেন, "এমন সাজগোজে আমাকে মেরে ফেলতে চাও কেন?" সেখানেই থামেননি তিনি। নৈশভোজের সময় স্বামীর সামনেই জোর করে অভিযুক্ত তাঁর হাত টেনে ধরেন বলে দাবি করেছেন নির্যাতিতা।


এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(২), ৭৯, ৩৫১ ধারায় যৌন হেনস্থা, শ্লীলতাহানি এবং অপরাধমূলক ভীতিপ্রদর্শনের মামলা দায়ের করেছে পুলিশ। যদিও নির্যাতিতার দাবি, তাঁর অভিযোগ গ্রহণ করতেও ঢিলেমি দেখিয়েছে পুলিশ। তিনি শঙ্কিত হয়ে পড়েছিলেন, অথচ অভিযোগ দায়ের করতে দেরি কার হচ্ছিল। 


নির্যাতিতা প্রাণনাশের আশঙ্কাও করছেন। বারং বার যেভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, তাতে পরিবারের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। অভিযুক্ত তাঁদের প্রতিবেশী বলে আরও বেশি ভয় পাচ্ছেন, এমনই জানিয়েছেন তিনি। মেঘালয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেনার তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি যদিও।


এর আগে, ২০২৪ সালেও এমন অভিযোগ সামনে আসে। ভারতীয় সেনার ওয়েস্টার্ন কম্যান্ডের এক মহিলা কর্নেল দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। জানান, ফেব্রুয়ারি মাসে তিন ব্রিগেডিয়ার এবং এক লেফটেন্যান্ট কর্নেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন তিনি। এর পরই বদলি করা হয় তাঁকে।