ফ্রাঙ্কফুর্ট: ১৫ অগাস্ট ভারতবাসী যখন স্বাধীনতা দিবস পালন করছিলেন তখন জার্মানির ফ্রাঙ্কফুর্টে ভারত বিরোধী মিছিল বার করে একদল পাকিস্তানি ও খালিস্থানপন্থী। মিছিলে উঠছিল ভারত বিরোধী স্লোগান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও আপত্তিকর স্লোগান ওঠে। সে সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক ভারতীয় যুবক, হাতে জাতীয় পতাকা। দেশ বিরোধীদের চিৎকার চেঁচামেচি পারেনি তাঁর একার কণ্ঠ দমিয়ে দিতে।

যুবকের নাম প্রশান্ত ভেঙ্গুরলেকার। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, বিদেশের রাস্তায় পাকিস্তানের পতাকা নিয়ে বেরিয়েছে ভারত বিরোধী মিছিল। এক পাশে দাঁড়িয়ে প্রশান্ত, একা ওড়াচ্ছেন জাতীয় পতাকা। তাঁকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা, শুরু হয় গালিগালাজ। একজন তো পাক পতাকা দিয়ে তাঁকে মারতেও যায়। কিন্তু প্রশান্ত নির্বিকার মুখে পতাকা ওড়াচ্ছিলেন, নিজের অবস্থান থেকে এক চুল হঠেননি তিনি।


প্রশান্তের সাহস ও দেশপ্রেম উচ্ছ্বসিত প্রশংসা কুড়িয়েছে টুইটারে। বলিউড অভিনেতা রীতেশ দেশমুখও তাঁর সাহসের কথা উল্লেখ করে টুইট করেছেন।