মস্কো: রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল (Order of St. Andrew the Apostle) দেওয়া হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi)। মঙ্গলবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে ওই সম্মানে সম্মানিত করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)।
ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ কৌশলগত বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু-দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে তাঁর ভূমিকার কথা অনস্বীকার্য। তাই ভারতের প্রধানমন্ত্রীকে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করলেন প্রেসিডেন্ট পুতিন।
দু-দিনের সফরে রাশিয়া গিয়ে মঙ্গলবার সেখানকার সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতের প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে বলেন, "অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল পেয়ে সম্মানিত। এই সম্মান আমি ভারতের মানুষকে উৎসর্গ করছি।"
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন,"রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করার জন্য আমি আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই সম্মান শুধু আমার নয়, এটা ১৪০ কোটি ভারতীয়র। এই সম্মান ভারত ও রাশিয়ার মধ্যে থাকা শতাব্দী প্রাচীন গভীর বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসের। এটি আড়াই দশক ধরে থাকা আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সম্মান। আপনার নেতৃত্ব ভারত ও রাশিয়ার সম্পর্ক সব ক্ষেত্রে শক্তিশালী হয়েছে এবং প্রতিবারই নতুন উচ্চতা স্পর্শ করেছে।"
১৬৯৯ সালে রাশিয়ার জার প্রথম পিটার এই পুরস্কার দেওয়া শুরু করেছিলেন। সেদেশের সরকারি সম্মানের দিক থেকে এটি সবথেকে প্রাচীন। ১৯১৮ সালে এই সম্মান দেওয়া বন্ধ হয়ে গেছিল। কিন্তু, ১৯৯৮ সালে রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ডিক্রি জারি করে এটি ফের চালু করেন। রাশিয়ার ঐতিহ্য, সমৃদ্ধি ও গৌরব বাড়ানোর জন্য বিশিষ্ট সরকারি আধিকারিক ও জন প্রতিনিধি, সেনানায়ক, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প ও বিভিন্ন ক্ষেত্রের মানুষকে এই সম্মানে সম্মানিত করা হয়। পাশাপাশি মস্কোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরও দেওয়া হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।