লন্ডন: লন্ডনের করোনাভাইরাস আক্রান্ত ৩৯ বছরের এক মহিলা হাসপাতালের বেড থেকে জানালেন এই রোগের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের অভিজ্ঞতার কথা। টারা জেন ল্যাংস্টেন নামে ওই মহিলা জানিয়েছেন, এই ভাইরাসের সংক্রমণ কতটা বিপজ্জনক। হাসপাতালের বেড থেকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে নাকে টিউব নিয়েই কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। কথা বলার সময় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাঁর।


ভিডিও-র মাধ্যমে টারার বার্তা, যাঁরা করোনাভাইরাসকে গুরুত্ব দিচ্ছেন না, তাঁদের অবিলম্বে মনোভাব বদলাতে হবে। কেননা, এটি একটি বিপজ্জনক রোগ, যা শরীরকে বিভিন্ন দিক থেকে সমস্যায় ফেলে দেয়।
টারা বলেছেন, তিনি প্রথমে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সিরিয়াস ছিলেন না। তাঁর মনে হত, বিষয়টিকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হচ্ছে। কিন্তু এখন যখন এই রোগের বিরুদ্ধে লড়াই করছেন, তখন বুঝতে পারছেন যে, এই রোগ কতটা বিপজ্জনক ও যন্ত্রণাদায়ক।
অন্যান্যদের প্রতি তাঁর পরামর্শ, কিছুদিনের জন্য প্রত্যেক ব্যক্তিরই নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া প্রয়োজন। সেইসঙ্গে ধূমপায়ীদের এই ভাইরাসের প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত ধূপমান না করার পরামর্শও তিনি দিয়েছেন।
টারা দুই সন্তানের জননী। তিনি জিম করতে খুবই ভালোবাসেন। তাঁর স্বামী জানিয়েছেন, টারা আগের থেকে ভালো রয়েছেন। তাঁকে আইসিইউ থেকে বার করা হয়েছে।
উল্লেখ্য, ইংল্যান্ডে এখনও পর্যন্ত ২,৭১৭ জনের সংক্রমণ হয়েছে। মৃত্যু হয়েছে ১৩৭ জনের।