সিডনি: করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের। আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষেরও বেশি। অনেক দেশেই চলছে লকডাউন। কিন্তু এই পরিস্থিতিতেও দুষ্কৃতীদের দৌরাত্ম্য থামছে না। সিডনির একটি এটিএমে হুইলচেয়ারে আসা এক ব্যক্তির কাছ থেকে অর্থ ছিনতাই করে পালাল এক দুষ্কৃতী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন ও বর্তমানের তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল এই ঘটনার নিন্দা করেছেন। তাঁরা দুষ্কৃতীদের গ্রেফতারেরও দাবি জানিয়েছেন।

যে ব্যক্তির কাছ থেকে অর্থ ছিনতাই করা হয়েছে, তাঁর নাম জুলিয়ান স্টুয়ার্ট। তিনি সেরিব্রাল প্যালসিতে আক্রান্ত। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি এটিএমে ঢোকার আগে সেখানে ছিল দু’জন। তাদের মধ্যে একজন বসেছিল আর অপরজন দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। জুলিয়ান এটিএমে ঢুকতেই যে বসেছিল, সে দাঁড়িয়ে পড়ে তার সঙ্গীকে কানে কানে কিছু একটা বলে। এরপর তার সঙ্গী এটিএম ছেড়ে চলে যায়। দ্বিতীয়জন অপেক্ষা করতে থাকে। জুলিয়ান অর্থ বের করতেই সে হাত থেকে কেড়ে নিয়ে ছুটে পালায়।

জুলিয়ান জানিয়েছেন, ‘আমার জন্ম থেকেই সেরিব্রাল প্যালসি। তবে তার জন্য আমাকে কোনওরকম সমস্যায় পড়তে হয়নি। বহু মানুষ আমাকে সাহায্য করেছেন। কিন্তু এবার আমি খারাপ লোকের পাল্লায় পড়লাম। আমি যখন এটিএমে ঢুকি, ওরা সরে গিয়ে আমাকে জায়গা দেয়। আমি ওদের জিজ্ঞাসা করি, ওরা এটিএম ব্যবহার করছে কি না। এরপর আমি অর্থ বের করি। তখনই ওদের মধ্যে একজন সেই অর্থ ছিনিয়ে নেয়। কেউ যে এরকম করতে পারে, সেটা আমি ভাবতেই পারিনি।’