কলকাতা: লকডাউনের সময় একাকী বয়স্ক মানুষজনের পাশে দাঁড়িয়েছিলেন। নিজে দায়িত্ব নিয়ে রোজ তাঁদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন। এই বিশেষ সামাজিক অবদানের জন্য ইতালিতে সরকারের পক্ষ থেকে নাগরিক সম্মান জানানো হল বঙ্গসন্তান বিপ্লব দেবনাথকে। আজ স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১টায় ইতালির ট্রেভিসো প্রদেশের মন্টেবেলুনা শহরে বিপ্লব যে অঞ্চলে থাকেন, সেখানকার স্থানীয় কাউন্সিলর, যিনি আবার দেশের সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী, তিনি এই সম্মান জানান। প্রথমে ঠিক ছিল, ইতালির রাজধানী রোমে বড় আকারে অনুষ্ঠান হবে। কিন্তু এখনও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় প্রশাসন। শেষপর্যন্ত বিপ্লবের নিজের শহরেই তাঁকে সম্মান জানানো হল।


ইতালি থেকে ফোনে এবিপি আনন্দকে পেশায় ফ্লাওয়ার ডিজাইনার এই বঙ্গসন্তান বললেন, ‘করোনার প্রকোপ অনেকটা কমলেও, এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই বড় করে অনুষ্ঠান করতে পারল না সরকার। গতকাল আমাকে স্থানীয় প্রশাসন জানায়, কোনও লোকজনকে এই অনুষ্ঠানে থাকার অনুমতি দেওয়া যাবে না। আমার সঙ্গে শুধু পরিবারের একজন যেতে পারবেন। আমার স্ত্রীকে নিয়ে যাই। মেয়েরও আমাদের সঙ্গে যাওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু ওকে নিয়ে যেতে পারলাম না। কাউন্সিলর আমাকে বললেন, ‘একজন বিদেশি হয়েও তুমি যেভাবে আমাদের দেশের মানুষের পাশে দাঁড়িয়েছো, তার জন্য আমরা গর্বিত। তোমাকে ধন্যবাদ।’ আমি আজ যে সম্মান পেলাম, সেটা গোটা বাংলার। আমার খুব ভাল লাগছে।’

ইতালিতে করোনার প্রকোপ যখন মারাত্মক আকার ধারণ করেছিল, তখন চোখের সামনে মৃত্যুমিছিল দেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার মানুষকে বারবার সতর্ক করে দিয়েছিলেন বিপ্লব। তিনি এবিপি আনন্দকে আরও জানান, ‘লকডাউনের শুরুর দিকে আমি একদিন সুপারমার্কেট থেকে ফেরার সময় দেখতে পাই একজন বয়স্ক মহিলা হাতে ব্যাগ নিয়ে বাড়ি ফিরতে পারছেন না। তাঁকে সাহায্য করি। তিনি আমাকে আশীর্বাদ করেন। এরপর থেকেই শহরের সব বয়স্ক মানুষের পাশে দাঁড়াতে শুরু করি। তাঁদের বাজার করে দিই। সবাই আমাকে আশীর্বাদ করেছেন। তখনই একদিন কাউন্সিলর এসে আমাকে বলেন, ‘একজন বিদেশি হয়েও তুমি যে কাজটা করলে, সেটা ইতালির কেউ করেনি। তুমি এই কাজের স্বীকৃতি পাবে। লকডাউন উঠে গেলে তোমাকে রোমে যেতে হবে। সেখানে তোমাকে সম্মান জানানো হবে।’ রোমে এই অনুষ্ঠানটা হলে আরও ভাল লাগত।’