ক্যানবেরা: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যে ব্যক্তিরা সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের রক্ত বিক্রি হচ্ছে ডার্কনেটে। দাবি করা হচ্ছে, এই রক্ত যদি কারও শরীরে প্রবেশ করে, তাহলে সারা জীবনের জন্য আর করোনা সংক্রমণ হবে না। এক লিটার রক্ত বিক্রি হচ্ছে ২১,৬০০ মার্কিন ডলারে।
অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ ক্রিমিনোলজির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা জানতে পেরেছেন, সাইবার অপরাধীরা ২০টি ডার্কনেট মার্কেটে কয়েকশো করোনা সংক্রান্ত পণ্য বিক্রি করছে। এই পণ্যগুলির মধ্যে রয়েছে ভ্যাকসিন, ওষুধ, রোগ পরীক্ষার সরঞ্জাম, পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট এবং করোনা আক্রান্তদের প্লাজমা।
অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান গবেষক রড ব্রডহার্স্ট জানিয়েছেন, ‘সুস্থ হয়ে ওঠা করোনা আক্রান্তের রক্তের প্লাজমা নিয়ে তার অ্যান্টিবডি উপসর্গ দেখা দিয়েছে এমন ব্যক্তির শরীরে প্রয়োগ করা হচ্ছে। এটাকে পরোক্ষ ভ্যাকসিন বলা যেতে পারে।’
গবেষকরা আরও জানিয়েছেন, ডার্কনেটে করোনার চিকিৎসা সংক্রান্ত যে পণ্যগুলি বিক্রি হচ্ছে, সেগুলি সবই কারখানা থেকে চুরি হচ্ছে। পিপিই সহ বেশিরভাগ পণ্যই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চুরি হয়েছে। এছাড়া ব্রিটেন, ইউরোপের অন্যান্য কয়েকটি দেশ এবং অস্ট্রেলিয়া থেকেও বিভিন্ন পণ্য চুরি হয়েছে।
ডার্কনেটে ভ্যাকসিন হিসেবে বিক্রি হচ্ছে সুস্থ হয়ে ওঠা করোনা আক্রান্তদের রক্ত!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2020 03:21 PM (IST)
অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান গবেষক রড ব্রডহার্স্ট জানিয়েছেন, ‘সুস্থ হয়ে ওঠা করোনা আক্রান্তের রক্তের প্লাজমা নিয়ে তার অ্যান্টিবডি উপসর্গ দেখা দিয়েছে এমন ব্যক্তির শরীরে প্রয়োগ করা হচ্ছে। এটাকে পরোক্ষ ভ্যাকসিন বলা যেতে পারে।’
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -