এই মহিলার নাম জেনি স্টেইনা। তিন সপ্তাহ আগে তাঁর করোনা ধরা পড়ে। তিনি একটি নার্সিংহোমে ছিলেন। সেখানেই তাঁর জ্বর হয়। এরপর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় পরিবারের লোকজন ধরেই নেন, তাঁকে আর বাঁচানো সম্ভব হবে না। তাঁকে আলাদা ওয়ার্ডে রাখা হয়। তবে সবাইকে চমকে দিয়ে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন।
জেনির পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁকে শেষবার দেখার জন্য ১৩ মে নাতনি শেলি গান ও তাঁর স্বামী অ্যাডাম গানকে ডাকা হয়। কিন্তু জেনিকে দেখতে গিয়ে তাঁরা সুখবর পান।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাডাম জানিয়েছেন, ‘আমাদের প্রফুল্ল স্বভাবের প্রবীণ পোলিশ ঠাকুমা করোনা ভাইরাসকে হারিয়ে দিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত।’
শেলি জানিয়েছেন, ‘আমাদের ঠাকুমা চিলড বিয়ার খেতে ভালবাসেন। কিন্তু তাঁর অনেকদিন বিয়ার খাওয়া হয়নি। তবে তিনি সুস্থ হয়ে ওঠায় চিকিৎসকরা বিয়ার খাওয়ার অনুমতি দেন।’