অটোয়া: করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চুম্বন এড়িয়ে চলতে হবে। শারীরিক মিলনের সময়ও মাস্ক পরে থাকতে হবে। এমনই পরামর্শ দিলেন কানাডার চিফ মেডিক্যাল অফিসার ড. থেরেসা ট্যাম। তিনি জানিয়েছেন, শুক্রাণুর মাধ্যমে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কম। তবে নতুন করে কারও সঙ্গে মিলিত হলে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে। বিশেষ করে যদি চুম্বন করা হয়।
থেরেসা বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে সংক্রমিত হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখতে আমরা যা যা ব্যবস্থা নিচ্ছি, তার পাশাপাশি আরও কিছু করা যেতে পারে। সবাইকে বলব, চুম্বন এড়িয়ে চলুন, অন্য কারও মুখের কাছে মুখ নিয়ে যাবেন না, মাস্ক পরার মাধ্যমে মুখ ও নাক ঢেকে রাখুন, শারীরিক সম্পর্কে জড়ানোর আগে আপনার নিজের এবং সঙ্গীর মধ্যে করোনা উপসর্গ আছে কি না, সেটা দেখতে হবে। এই পরিস্থিতিতে শারীরিক সম্পর্কে না জড়ানোই সবচেয়ে ভাল।’
থেরেসা আরও বলেছেন, ‘যৌন স্বাস্থ্য সামগ্রিকভাবে স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অঙ্গ। সতর্কতা অবলম্বন করে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার উপায় খুঁজে নেওয়া যেতে পারে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা এখনও পর্যন্ত যে সাফল্য পেয়েছি, তা যাতে কোনওভাবে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
এখনও পর্যন্ত কানাডায় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে ৯,১৪০ জনের। নতুন করে সংক্রমণ বাড়ছে। ফলে স্বাস্থ্য বিভাগের চিন্তা বেড়েছে। সেই কারণেই নাগরিকদের সতর্ক করে দিচ্ছেন সেদেশের চিফ মেডিক্যাল অফিসার।
করোনা সংক্রমণ এড়াতে শারীরিক সম্পর্কের সময়ও পরতে হবে মাস্ক, পরামর্শ কানাডার চিফ মেডিক্যাল অফিসারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Sep 2020 12:28 AM (IST)
এখনও পর্যন্ত কানাডায় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে ৯,১৪০ জনের।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -