বেজিং: এ বছরের ফেব্রুয়ারিতে সুস্থ হয়ে উঠলেও, ফের করোনা আক্রান্ত হলেন চিনের ৬৮ বছর বয়সি এক মহিলা। আজ বেজিংয়ের স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা এই খবর জানিয়েছেন। সংশ্লিষ্ট মহিলা হুবেই প্রদেশের জিঙ্গঝাউ অঞ্চলের বাসিন্দা। এই ঘটনায় করোনা ভাইরাসের প্রকৃতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে।
চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বছর উহানে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরেই আক্রান্ত হন ওই প্রৌঢ়া। তবে এ বছরের ফেব্রুয়ারিতে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কয়েকদিন আগে ফের তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। রবিবার তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁর ঘনিষ্ঠদের করোনা পরীক্ষার রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে।
চিনের এক ভাইরোলজিস্ট জানিয়েছেন, করোনা আক্রান্ত হওয়ার পর কেউ সুস্থ হয়ে উঠলে, তাঁর ফের সংক্রমিত হওয়ার ঘটনা বিরল। তবে সংশ্লিষ্ট রোগীর শরীর থেকে অন্য কারও সংক্রমণ হবে না বলেই দাবি করেছেন তিনি। তাঁর আরও দাবি, এই ধরনের রোগীর শরীরে ভাইরাসের পরিমাণ খুব কম।
সুস্থ হয়ে উঠেছিলেন ৬ মাস আগে, ফের করোনা আক্রান্ত চিনের প্রৌঢ়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Aug 2020 10:07 PM (IST)
চিনের এক ভাইরোলজিস্ট জানিয়েছেন, করোনা আক্রান্ত হওয়ার পর কেউ সুস্থ হয়ে উঠলে, তাঁর ফের সংক্রমিত হওয়ার ঘটনা বিরল।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -