রোম: করোনা ভাইরাসের জেরে ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও, মৃতের সংখ্য়া বেড়ে হল ১১,৫৯১। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৮১২ জনের। এই পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ইস্টার পর্যন্ত করার ভাবনায় সরকার।


ইতালিতে লকডাউন শেষ হওয়ার কথা শুক্রবার। তবে স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, এপ্রিলে ইস্টার শেষ হওয়া পর্যন্ত দেশজুড়ে লকডাউন বজায় রাখা উচিত। সরকার সেই সিদ্ধান্ত নেওয়ার পথেই এগোচ্ছে। এ বছর ইস্টার সানডে পড়েছে ১২ এপ্রিল। তার পরে ঠিক কতদিন পর্যন্ত লকডাউন থাকবে, সে বিষয়ে সরকার সিদ্ধান্তের কথা ঘোষণা করবে।’

ইতালিতে তিন সপ্তাহ ধরে লকডাউন চলছে। তা সত্ত্বেও মৃত্যু আটকানো যাচ্ছে না। করোনা ভাইরাসের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলির অন্যতম ইতালি। মোট আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতদের মধ্যে ৬১ জন চিকিৎসক আছেন। ফলে আতঙ্ক বাড়ছে।

ইতালির জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান সিলভিও ব্রুসাফেরো অবশ্য জানিয়েছেন, ‘নতুন করে আক্রান্তের সংখ্যা কমায় এবার ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়া উচিত। এক এক করে সবকিছুই চালু করতে হবে। ব্রিটিশদের অনুসরণ করে দোকান-অফিস কিছু সময়ের জন্য খুলে আবার বন্ধ করে দেওয়ার কথাও ভাবছি আমরা।’