নয়াদিল্লি:ড্রপলেটের পাশাপাশি বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাস। এই সম্ভাবনা খতিয়ে দেখবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের বায়ু-বাহিত হয়ে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে নিশ্চিতভাবে বলার জন্য এই বিষয়ে আরও তথ্য এবং প্রমাণ দরকার।


শুধু ড্রপলেট নয়, বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাস। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-কে খোলা চিঠি দিয়ে দাবি করেছিলেন ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনা সংক্রান্ত গাইডলাইন বদলের প্রস্তাবও দিয়েছিলেন তাঁরা। এরপরই নোভেল করোনাভাইরাসের বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রান্ত উঠে আসা ধারণাকে স্বীকৃতি দিল হু।
মঙ্গলবার সংবাদমাধ্যমকে কোভিড-১৯ অতিমারি সংক্রান্ত হু-র টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ বলেছেন, আমরা বাতাসের মাধ্যমে ও ভাসমান ড্রপলেটের মাধ্যমে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনার কথা বলছি।
এর আগে হু জানিয়েছিল যে, আক্রান্ত ব্যক্তির নাক ও মুখ থেকে বেরোনো ড্রপলেটের মাধ্যমে মূলত সংক্রমণ ছড়ায় ।
সম্প্রতি ক্লিনিক্যাল ইনফেকশন ডিজিজ জার্নালে প্রকাশিত খোলা চিঠিতে ৩২ দেশের ২৩৯ জন বিজ্ঞানী জানিয়েছিলেন যে, ড্রপলেটের ক্ষুদ্র কণা বাতাসে থেকে যেতে পারে। নিঃশ্বাসের মাধ্যমে তা শরীরে প্রবেশ করলে সেই ব্যক্তি সংক্রমিত হতে পারেন।
এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনা সংক্রান্ত গাইডলাইন বদলের আর্জিও দিয়েছিলেন
এই পেপারে স্বাক্ষর করেছিলেন কোলোরাডো বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট জোসে জিমেনেজ। তিনি বলেছিলেন, এ সংক্রান্ত যে রূপরেখা তুলে ধরা হয়েছে, তাকে মান্যতা দেওয়া হোক, এমনটাই তাঁরা চাইছেন।
টেলিফোনে সাক্ষাত্কার দিতে গিয়ে জিমেনেজ বলেন, এতে হু-কে কোনওভাবেই নিশানা করা হচ্ছে না। এটা বিজ্ঞানসম্মত বিতর্ক। কিন্তু বহু আলাপচারিতার পরও তারা ওই প্রমাণ শুনতে অস্বীকার করায় আমরা বিষয়টি প্রকাশ্যে আনার প্রয়োজন অনুভব করি।
মঙ্গলবার জেনেভায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখতে গিয়ে হু-র সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত টেকনিক্যাল লিড বেনেডেট্টা আল্লেগ্রাঞ্জি বলেছেন, করোনাভাইরাসের বাতাসের মাধ্যমে ছড়ানোর প্রমাণ উঠে আসছে। তবে তা নিশ্চিত নয়।
তিনি বলেছেন, জনবহুল স্থান-বিশেষ করে নির্দিষ্ট পরিস্থিতি, ভিড়ে ঠাসা, আবদ্ধ স্থান, বাতাস চলাচলের সুবিধাহীন স্থান, এমন ক্ষেত্রে বাতাসের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে এ সংক্রান্ত প্রমাণ সংগ্রহ ও তার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
এতদিন পর্যন্ত হু দাবি করে আসছিলো, করোনা বাতাসে ছড়ায় না। কিন্তু ওই বিজ্ঞানীদের চিঠি প্রকাশের পরই অবস্থান বদলের ইঙ্গিত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কেরখোভ বলেছেন, ভাইরাস কীভাবে ছড়ায় তা নিয়ে যে ধারনাগুলি রয়েছে, সেগুলি নিয়ে আগামী দিনে একটি বৈজ্ঞানিক নথি প্রকাশ করা হবে।