জেনিভা: বিভিন্ন দেশের সরকার যদি ভালভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করতে না পারে, তাহলে সারা বিশ্বেই খাদ্যসঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবলুএইচও), রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডবলুটিও) এই আশঙ্কা প্রকাশ করায় সারা বিশ্বেই উদ্বেগ তৈরি হয়েছে।
এক যৌথ বিবৃতিতে ডবলুএইচও-র ডিরেক্টর জেনারেল টেড্রোস গেব্রিয়াস, এফএও প্রধান কু ডঙ্গিউ এবং ডবলুটিও ডিরেক্টর রবার্তো অ্যাজেভেদো জানিয়েছেন, ‘রফতানিতে নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে খাদ্যের জোগান কমছে। এর ফলে খাদ্যের অভাব তৈরি হতে পারে। করোনা ভাইরাসের জেরে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারি হলেও, বাণিজ্য যাতে বিনা বাধায় চলে, সেটা নিশ্চিত করতে হবে। বিশেষ করে খাদ্যের অভাব যাতে না হয়, তার জন্য এটা করতেই হবে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভাবছে। এরই সঙ্গে যাতে খাদ্য সরবরাহে বাধা সৃষ্টি না হয়, সেটাও দেখতে হবে।’
বিশেষজ্ঞদের আশঙ্কা, লকডাউনের ফলে কৃষিকাজে শ্রমিক পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। উৎপাদিত কৃষিজ পণ্য বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যা হবে। এর ফলে খাদ্যপণ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও বাড়বে। কৃষিকাজের সঙ্গে যুক্ত কর্মীদের স্বার্থরক্ষা যাতে হয়, সেটা নিশ্চিত করতে হবে।
করোনা ভাইরাসের জের, সারা বিশ্বে দেখা দিতে পারে খাদ্যসঙ্কট, আশঙ্কায় বিশেষজ্ঞরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2020 04:53 PM (IST)
এক যৌথ বিবৃতিতে ডবলুএইচও-র ডিরেক্টর জেনারেল টেড্রোস গেব্রিয়াস, এফএও প্রধান কু ডঙ্গিউ এবং ডবলুটিও ডিরেক্টর রবার্তো অ্যাজেভেদো জানিয়েছেন, রফতানিতে নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে খাদ্যের জোগান কমছে। এর ফলে খাদ্যের অভাব তৈরি হতে পারে।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -