ইসলামাবাদ: সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেকেই চিনকে দায়ী করেছেন। এ নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। এরই মধ্যে চিনের অনুগত বন্ধু পাকিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে চিঠি দিয়ে তদন্তের দাবি জানালেন।
ট্রাম্পের দাবি, শুরুতেই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারত। কিন্তু তারা সেটা করেনি। তার ফলেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চিনের ভূমিকা নিয়ে তদন্ত করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প দাবি করেন, উহানের ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তিনি ফের চিনের বিরুদ্ধে তোপ দেগেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বা অন্য দেশগুলির বিজ্ঞানীদের চিনের বিরুদ্ধে তোপ দাগার না হয় যুক্তি আছে, কিন্তু চিনের বন্ধুরাষ্ট্র পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী এভাবে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে চিঠি দেওয়ায় অনেকেই অবাক হয়েছেন। শুধু তাই নয়, বিল গেটসকেও চিঠি দিয়ে রাষ্ট্রপুঞ্জের কমিশনের মাধ্যমে তদন্তের দাবি জানানোর অনুরোধ জানিয়েছেন মালিক।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
করোনা সংক্রমণ নিয়ে তদন্ত করুক রাষ্ট্রপুঞ্জের কমিশন, চিঠি দিয়ে দাবি পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2020 05:00 PM (IST)
ট্রাম্পের দাবি, শুরুতেই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারত। কিন্তু তারা সেটা করেনি। তার ফলেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
NEW DELHI, INDIA - DECEMBER 16: Pakistan interior minister Rehman Malik during an interaction organised by Observer Research Foundation (ORF) in New Delhi on Sunday. (Photo by K Asif/The India Today Group via Getty Images)
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -