ওয়াশিংটন: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বান্ধবী কিম্বারলি গিলফয়েল। তাঁর সংস্পর্শে আসায় করোনা পরীক্ষা করান মার্কিন প্রেসিডেন্টের ছেলেও। তবে সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি আপাতত আইসোলেশনে আছেন। তাঁর শারীরিক অবস্থা ভালই আছে।
একটি বিখ্যাত সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন গিলফয়েল। মার্কিন প্রেসিডেন্টের ৪ জুলাইয়ের ভাষণ শোনা এবং মাউন্ট রাশমোরে আতসবাজির প্রদর্শনী দেখার জন্য সাউথ ডাকোটায় যান তিনি। সেখানে রুটিন পরীক্ষায় তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির কথা জানা যায়। এরপরেই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়।
মার্কিন প্রেসিডেন্টের প্রচার বিষয়ক ফিন্যান্স কমিটির চিফ অফ স্টাফ সার্জিও গোর জানিয়েছেন, ‘প্রেসিডেন্টের কাছাকাছি যাঁরাই আসছেন, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হচ্ছে। সেই পরীক্ষাতেই কিম্বারলি গিলফয়েলের করোনা ধরা পড়ে। তাঁর শরীরে অবশ্য করোনার উপসর্গ নেই। সেই কারণে ফের তাঁর পরীক্ষা করা হবে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তিনি আপাতত যাবতীয় পরিকল্পনা বাতিল করে আইসোলেশনেই থাকবেন।’
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ লক্ষ ৪৭ হাজার ৪৬৯ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫০৯ জনের। গিলফয়েল সহ মার্কিন প্রেসিডেন্টের কাছাকাছি অন্তত তিনজন করোনা আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের বান্ধবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2020 06:38 PM (IST)
একটি বিখ্যাত সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন গিলফয়েল। মার্কিন প্রেসিডেন্টের ৪ জুলাইয়ের ভাষণ শোনা এবং মাউন্ট রাশমোরে আতসবাজির প্রদর্শনী দেখার জন্য সাউথ ডাকোটায় যান তিনি।
ছবি সৌজন্যে ফেসবুক
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -