ওয়াশিংটন: একের পর এক মিথ্যে, করোনা পরিস্থিতি সামলানোর ব্যর্থতা, বর্ণবৈষম্যে ইন্ধনের মতো একাধিক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে গদিচ্যুত করিয়েছেন মার্কিনিরা, এমনটাই মনে করেন মেরি ট্রাম্প। সম্পর্কের সুবাদে যিনি ডোনাল্ড ট্রাম্পের ভাইঝি। যার আশঙ্কা, সহজে ক্ষমতা হস্তান্তরের পাত্র তাঁর কাকা। কারণ, তিনি নাকি প্রতিহিংসাপরায়ণ।


পারিবারিক সম্পর্ক হলেও ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতালোভী কূট একজন ব্যক্তি বলেই মনে করেন পেশায় সাইকোলজিস্ট মেরি। তাঁর বাবা তথা ডোনাল্ড ট্রাম্পের দাদা ফ্রেড ট্রাম্প জুনিয়ার মারা যাওয়ার পর তাদের পরিবারে প্রতি বিদায়ী প্রেসিডেন্টের হিংস্র চেহারা দেখতে হয়েছিল বলে অভিযোগ মেরির। তাঁর ভাইপোর সবসময় চিকিৎসার প্রয়োজন হলেও তাদের পারিবারিক চিকিৎসা বিমা সেসময় কেড়ে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

গত জানুয়ারি থেকেই ব্র্যান্ড ট্রাম্প ডুবছে বলেই জানান মেরি। তাঁর দাবি, ৪০০ মিলিয়ন পাউন্ড দেনায় জর্জরিত ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক সংস্থা। কিছুদিন পর রাজনীতির আসর ছেড়ে আদালতের দরজায় দরজায় ট্রাম্পকে ঘুরতে হবে বলেই জানান মেরি। পাশাপাশি মেরির মত, অর্থবলে বা জোচ্চুরি করে শুধু জয়ের অভ্যেস তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই এই হার সহজে মানিয়ে নিতে মোটেই পারবেন না তিনি।

ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের মেল-ইন ব্যালটের বদলে ভোটকক্ষে গিয়ে ভোটদানের কথা বলেছিলেন। তাই যখন থেকে মেল-ইন ব্যালট গোনা শুরু হয়, সেখানে নিজের পিছিয়ে পড়া দেখেই গণনা থামানোর হুঁঙ্কার ট্রাম্প জুড়েছিলেন বলেই মনে করেন মেরি। পাশাপাশি সেনেট ও কংগ্রেসে রিপাবলিকানদের ভালো ফল ট্রাম্পকে আরও ক্ষুব্ধ করে তুলবে বলেই মত তাঁর। কারণ বার্তা পরিষ্কার, অনেক রিপাবলিকান পার্টির সঙ্গে থাকলেও ট্রাম্পের বিরুদ্ধে তাঁদের সাফ মতামত জানিয়েছেন।

বিভিন্ন সংবাদসংস্থা ট্রাম্পের ভাষণ বন্ধ করা হোক বা ট্যুইটারের মিথ্যে তথ্যের তকমা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের টুইট ফ্ল্যাগ করা, সবগুলোকেই স্বাগত জানাচ্ছেন মেরি। তবে তাঁর আফশোস, বছর চারেক আগে থেকে যদি বিষয়টা বুঝতে পারতেন সকলে, তাহলে এরকম কঠিন কয়েকটা বছর কাটাতে হত না আমেরিকানদের।

যদিও সবশেষে মেরির সতর্কবার্তা, ডোনাল্ড ট্রাম্প সহজে নিজের হার মেনে নেবেন না। পাশাপাশি করোনার বর্তমান পরিস্থিতি সামলানোর ক্ষমতা এখনও তাঁরই হাতে। জানুয়ারিতে নতুন সরকার ক্ষমতা নেবে। তার আগে গোটা বিষয়টাকে পিছিয়ে দিতে, যে কোনও প্রকারে তাতে বিলম্ব তৈরি করতে তাঁর কাকা চেষ্টার কিন্তু কোনও কসুর রাখবেন না।