নয়াদিল্লি: শক্তিশালী ভূমিকম্প এজিয়ান সাগরে। রিখটার স্কেলে ৭ মাত্রার এই ভূমিকম্পের প্রভাবে প্রবল কম্পন অনুভূত হল গ্রিস ও তুরস্কে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলি সূত্রে এ খবর জানানো হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের পর তুরস্কের উপকূলবর্তী শহর ইজমিরে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন লোকজন। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির চিত্র ইতিমধ্যেই উঠে এসেছে তুরস্কের সংবাদমাধ্যমে। মধ্য ইজমিরে একটি বহুতলের ধ্বংস হয়ে যাওয়ার ছবি সামনে এসেছে। শহরের বিভিন্ন জায়গায় ধোঁয়া উঠতেও দেখা গিয়েছে।

তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, ইজমিরের বেয়ারাকলি ও বোরনোভা জেলায় ছয়টি বাড়ি ভেঙে পড়েছে। উসাক, ডেনিজলি, মনিসা, এডেন, মুগলার মতো সংলগ্ন প্রদেশগুলিত সামান্য ক্ষয়ক্ষতির খবর মিলেছে। স্থানীয় সোশ্যাল মিডিয়ায় যে সব ছবি ও ভিডিও সামনে এসেছে, সেগুলিতে লোকজনকে ধ্বংসস্তুপ সরিয়ে আটকদের বের করে আনার চেষ্টা চালাতে দেখা গিয়েছে।

ইজমিরের মেয়র টুঙ্ক সোয়ের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শহরের ২০ টি বাড়ি ভেঙে পড়েছে। এটি তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর। জনসংখ্যা প্রায় ৪৫ লক্ষ।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইজমিরে চারজনের মৃত্যু হয়েছে। ১২০ জন জখম। শুরু হয়েছে উদ্ধার কাজ।

তুরস্কের বিপর্যয় ও জরুরি পরিস্থিতি মোকাবিলা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৬। অন্যদিকে, মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছেন, কম্পনের মাত্রা ৭.০। জিএমটি অনুসারে ১১.৫০ নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। তুরস্কের এজিয়ান উপকূল বরাবর ও উত্তর-পশ্চিম মারমারা এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যম।

এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ইজমিরের উপকূল থেকে ১৭ কিমি দূরে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মাটির ১০ কিমি গভীরে কম্পন হয় এবং উৎসস্থল তুরস্কের উপকূলের ৩৩.৫ কিমি দূরে।

গ্রিসের সমগ্র পূর্ব উপকূলে কম্পন অনুভূত হয়েছে। গ্রীসের রাজধানী এথেন্সেও কম্পন অনুভূত হয়। গ্রিসের সংবাদমাধ্যম জানিয়েছে, সামোস ও অন্যান্য দ্বীপের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। সেইসঙ্গে পাথর গড়িয়ে পড়ার ঘটনাও সামনে এসেছে। হতাহতের কোনও খবর জানা যায়নি।

দুই দেশেই পরবর্তী কম্পনও অনুভূত হয়েছে।

গ্রিসের ভূমিকম্প-মোকাবিলা সংস্থার প্রধান এফটাইমিওস লেক্কাস বলেছেন, এটা খুবই বড় ভূমিকম্প।

তুরস্কের রাজধানী ইস্তানবুলেও কম্পন হলেও এখনও পর্যন্ত ‘নেতিবাচক’ কোনও খবর নেই বলে জানিয়েছেন গভর্নর আলি ইয়েরলিকায়া।