এক্সপ্লোর
Advertisement
ভিডিওতে দেখুন, জার্মানির চিড়িয়াখানায় ১২ বছর পরে মেয়ে, নাতি-নাতনির সঙ্গে দেখা, আবেগাপ্লুত আফ্রিকান হাতি ‘পরি’
চারটি হাতির একসঙ্গে প্রথমবার দেখা হওয়ার আবেগঘন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হালি (জার্মানি): আবেগ, পারিবারিক বন্ধন কি শুধু মানুষেরই থাকে? যদি কারও এই ধারণা থেকে থাকে, তাহলে সেটা বদল করতেই হবে। কারণ, বন্য জন্তু বলে যাদের আখ্যা দেওয়া হয়, তাদের মধ্যেও আবেগ পুরোমাত্রায় থাকে। জার্মানির একটি চিড়িয়াখানায় এমনই ঘটনা দেখা গিয়েছে। ১২ বছর পরে শাবকের সঙ্গে দেখা হল মা হাতির। তার মেয়ের সঙ্গে আবার দু’টি বাচ্চা। চারটি হাতির একসঙ্গে প্রথমবার দেখা হওয়ার আবেগঘন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হালি মাউন্টেন জু-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘১৯৮১ সালে জিম্বাবোয়েতে জন্ম হয় পরি নামে একটি হাতির। তাকে ১৯৮৩ সালে জার্মানিতে নিয়ে আসা হয়। তাকে পর্যায়ক্রমে বিভিন্ন চিড়িয়াখানায় রাখা হয়। ২০০১ সালে বার্লিনের চিড়িয়াখানায় সে সন্তানের জন্ম দেয়। তার মেয়ে টানার এখন ১৯ বছর বয়স। তার দুই শাবকের মধ্যে বড় টামিকার বয়স চার বছর এবং ছোট ইলানির বয়স এক বছর। পরিকে কয়েকদিন আগে হালি মাউন্টেন জু-তে নিয়ে আসা হয়েছে। ১২ বছর পরে তার সঙ্গে টানার দেখা হল। মা-মেয়ের আবেগ তো ছিলই, টানার সন্তানদু’টিও দিদিমাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে।’
হালি মাউন্টেন জু-র ডিরেক্টর ড. ডেনিস মুলার জানিয়েছেন, ‘হালিতে পরির আগমন আধুনিক হাতিপালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে ইউরোপের সব চিড়িয়াখানাতেই হাতিগুলিকে এভাবেই স্বাভাবিক পরিবেশে পরিবারের সদস্যদের সঙ্গে রাখা হবে। আমরা এই লক্ষ্যপূরণের পথে অনেকটা এগিয়ে যেতে পেরেছি।’
এই চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জঙ্গলে হাতিরা সবসময় পরিবারের সঙ্গে থাকে। হাতির কন্যাসন্তান সারাজীবন তার সঙ্গে থাকে। পরিকে প্রথম কয়েকদিন আলাদা রাখা হয়েছিল। তারপর তার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দেওয়া হয়। তারা একে অপরকে কাছে পেয়ে খুশি।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement