করাচি: পাকিস্তানে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশঃ বাড়ছে। আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাঁরা রমজান মাসেও সাধারণ মানুষকে সামাজিক দূরত্বের বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
করাচিতে সাংবাদিক বৈঠকে গ্যাসট্রোএন্টেরোলজিস্ট সাদ নিয়াজ বলেছেন, ‘এটা একটা স্বাস্থ্য বিষয়ক সমস্যা, যা আর্থিক ও সামাজিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। কিন্তু আমাদের বুঝতে হবে, এটা প্রাথমিকভাবে স্বাস্থ্য বিষয়ক সমস্যা। এছাড়া আর কিছুই নয়। গত চারদিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০-৪০ শতাংশ বেড়ে গিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দেশের মানুষ এই রোগকে গুরুত্ব দিচ্ছেন না।’
ড. নিয়াজ আরও বলেছেন, ‘আমরা যতটা ভাবছি, এই ভাইরাস তার চেয়ে অনেক বেশি গুরুতর। আক্রান্তের সংখ্যা বাড়বে। লকডাউন কার্যকর না হলে পরিস্থিতি অন্যরকম হত। আমরা যদি এখনই সক্রিয় না হই, তাহলে আগামী দু’সপ্তাহের মধ্যে পরিস্থিতি বদলে যাবে। আগামী দিনে চিকিৎসা করতে গিয়ে আমাদের সমস্যা হবে। হাসপাতালগুলিতে শয্যার অভাবে রোগী ভর্তি করা যাবে না। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার হতে পারে বলে মনে করা হচ্ছে। যদি এর মধ্যে ১০ শতাংশ রোগীর অবস্থাও গুরুতর হয়, তাহলে আমরা তাঁদের হাসপাতালে রেখে চিকিৎসা করতে পারব না। আমাদের সেই পরিকাঠামো নেই। আমাদের ভেন্টিলেটর নেই। আমার আশঙ্কা হচ্ছে, এরপর হয়তো রাস্তায় রোগীদের চিকিৎসা করতে হবে।’
পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিকিৎসকরা ধর্মীয় নেতাদের চিঠি দিয়ে রমজান মাসে মসজিদ খোলা রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, এর ফলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ঘোষণা করেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা সহ মসজিদে গিয়ে নমাজ পড়ার যে দাবি জানিয়েছিলেন ধর্মীয় নেতারা, সেটা মেনে নিয়েছে সরকার। ফলে কাউকে মসজিদে গিয়ে নমাজ পড়ায় বাধা দেওয়া যাবে না। প্রেসিডেন্টের এই ঘোষণাতেই প্রমাদ গুণছেন পাকিস্তানের চিকিৎসকরা।
পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা, এবার রাস্তায় চিকিৎসা করতে হবে, বলছেন ডাক্তারদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2020 05:46 PM (IST)
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ঘোষণা করেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা সহ মসজিদে গিয়ে নমাজ পড়ার যে দাবি জানিয়েছিলেন ধর্মীয় নেতারা, সেটা মেনে নিয়েছে সরকার।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -