এমনই একজন চিকিৎসক সুজান। তিনি কুইন এলিজাবেথ হাসপাতালের ওপিডি-তে কর্মরত। সংক্রমণের আশঙ্কায় তিনি ৯ সপ্তাহ বাড়ি ফিরতে পারেননি। দুই মেয়ে হেটি (৭) ও বেলাকে (৭) বোনের বাড়িতে রেখেছিলেন। ৯ সপ্তাহ পরে বাড়ি ফিরে তিনি মেয়েদের চমকে যান। তাঁকে কাছে পেয়ে দুই মেয়ের আবেগের বাঁধ ভেঙে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।
ইংল্যান্ডের একটি সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে সুজান জানিয়েছেন, ‘আমি মেয়েদের সুরক্ষিত রাখতে চেয়েছিলাম। সেই কারণে ওদের বোনের কাছে রেখেছিলাম। আমি হাসপাতালে কাজ করি। রোজই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। আমি আরও কাজ করতে চাইছিলাম। এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। তবে এই আত্মত্যাগ করতেই হত। মেয়েদের ছেড়ে থাকতে খারাপ লাগছিল। ওদের সঙ্গে আবার কবে দেখা হবে বুঝতে পারছিলাম না। ৯ সপ্তাহ ওদের দেখতে পাব না, এটা ভাবতেই পারিনি। তবে আরও অনেকেই আত্মত্যাগ করছে। কারণ, আমরা সবাই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে সাহায্য করতে চাই। আমি ২০ বছর আগে এই কাজ শুরু করেছি। কারণ, আমি মানুষকে সাহায্য করতে চাই।’
সুজান আরও জানিয়েছেন, তিনি হাসপাতালে দ্বিগুণ সময় কাজ করেছেন। তারপর যখনই মেয়েদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন, তখন সেই সুযোগ হাতছাড়া করেননি। তাঁকে কাছে পেয়ে মেয়েরা উচ্ছ্বসিত।