নয়াদিল্লি: হলিউড তারকা গ্যাল গ্যাডট জানিয়ে দিলেন, তাঁর নিজস্ব ওয়ান্ডার উওম্যানের তালিকায় দিল্লির শাহিনবাগে বিক্ষোভ আন্দোলনে বসা বিলকিস বানো স্থান পেয়েছেন। ইনস্টাগ্রামে নিজস্ব বিস্ময় মহিলাদের তালিকা প্রকাশ করেছেন গ্যাডট। সেখানেই দেখা যাচ্ছে শাহিনবাগের বিলকিস বানোকে।

বিলকিস বানোর আর এক পরিচয় তিনি শাহিনবাগের ‘দাদি’। গত বছরের শুরুতে দিল্লিতে যে সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA বিরোধী আন্দোলন হয়, তার সব থেকে পরিচিত মুখ ছিলেন ৮২ বছরের এই বৃদ্ধা। Wonder Woman 1984-এর নায়িকা গ্যাডট বিশ্বের সব থেকে বেশি উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি অবশ্য বিলকিসের আসল পরিচয় জানেন না, তিনি লিখেছেন, ৮২ বছরের এই সমাজকর্মী ভারতীয় মহিলাদের অধিকারের জন্য লড়াই করেন, আমাকে তিনি দেখিয়েছেন, যাতে বিশ্বাস রয়েছে, তার জন্য লড়াই করার জন্য দেরি বলে কিছু হয় না।

যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দেন তিনি। ততক্ষণে অবশ্য ফ্যানেরা সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ফেলেছেন।



তবে গ্যাল তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডলের একটি পোস্টে এখনও রেখেছেন বিলকিসকে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও প্রেরণাদায়ী মহিলাদের নানা ছবি শেয়ার করেছেন তিনি, তাতে রয়েছেন বিলকিস। এছাড়া আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, পরিচালক প্যাটি জেনকিন্স ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন। গ্যাল লিখেছেন, তাঁর আশা, একদিন এঁদের সঙ্গে তাঁর দেখা হবে, আর তাঁরা এক সঙ্গে বিস্ময়কর সব কাণ্ড ঘটাবেন।

আপনাদের ওয়ান্ডার উওম্যানের তালিকা আমার সঙ্গে শেয়ার করুন। তিনি লিখেছেন।


CAA-র বিরুদ্ধে কয়েকশো মহিলার সঙ্গে দিল্লির শাহিনবাগে ধর্নায় বসেন বিলকিস। টাইম ম্যাগাজিনের ২০২০-র সেরা একশ সর্বাধিক প্রভাব ফেলা ব্যক্তিত্বের মধ্যে তিনিও জায়গা পান। কৃষক আন্দোলনেও যোগ দিতে চেয়েছিলেন তিনি কিন্তু পুলিশ হঠিয়ে দেয়।